মানবতার হাত বাড়িয়ে দিল চন্দনাইশের ওসি
চন্দনাইশ প্রতিনিধি: যাত্রা মোহন সেন (জে.এম.সেন) এই মানুষটির কথা সবাই জানে। ঐশ্বর্য্যবান,দানবীর ও শিক্ষানুরাগী এই মানুষটি চট্টগ্রামে বহু শিক্ষা প্রতিষ্ঠান এর প্রতিষ্ঠাতা। চন্দনাইশ থানার বরমা গ্রামে জন্মগ্রহণ করা এই মহান মানুষটির পুত্রবধূ নেলী সেন কলকাতা পৌরসভার মেয়র ছিলেন। তারই একমাত্র উত্তরাধিকার ও বংশধর অনিল সেন। আশিতীপর বৃদ্ধ। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।

আজ গিয়েছিলাম তার বাড়িতে। এই যে ভাঙ্গা টিনের ঘরটি দেখছেন এটি তারই ঘর। খালি গায়ে একটি লুঙ্গি পরে ঘরের বারান্দায় বসে ছিলেন।জানালেন জামাটি আজ ধুয়ে দিয়েছেন। দ্বিতীয় আর নাই তাই তাই খালি গায়ে, চোখে ঠিকমত দেখেন না, টাকার অভাবে ডাক্তার দেখানো হয় না।দিন কাটে অনাহারে অর্ধাহারে। তাকে সহায়তা করতে এসেছি বলতে বিবেকে বাধে। কিন্তু সময় আজ তাকে এমনই অবস্থায় দাড় করিয়েছে তাই আমি অফিসার ইনচার্জ চন্দনাইশ থানা সাহায্যের হাত বাড়িয়ে তারই ভাঙ্গা কুঠিরে। তাকে সহ অন্য আরও কয়েকজনকেও।
