করোনার আতংকের মাঝেও মানুষের পাশে থেকে সর্বক্ষণ সেবা দিয়ে যাচ্ছেন পৌর প্যানেল মেয়র শাহজাদা মিজান

Share the post

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ (বোয়ালখালী প্রতিনিধি), করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বজুড়ে চলছে মহামারি দূর্যোগ। এতে করে দেশব্যাপী একপ্রকার গৃহবন্দি হয়ে পড়েছে সাধারণ মানুষের জনজীবন। বিশেষ করে খেটে খাওয়া মানুষগুলিই বেশি কষ্টের মধ্যে দিন পার করছেন। এই কষ্টের দিন কবে শেষ হবে তা জানা নেই কারোই। সরকারি নির্দেশনা রয়েছে অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার জন্য। যার ফলে কাজ করতে না পেরে খেটে খাওয়া মানুষগুলিকে দূর্ভোগে পড়তে হয়। আর এই দূর্ভোগে পড়া মানুষের জন্য সরকার দেশব্যাপী বিনামূল্যে খাদ্যদ্রব্য দিয়ে যাচ্ছেন। আর এই ত্রাণ সামগ্রি পৌরবাসির কাছে নিষ্ঠার সাথে পৌছে দিচ্ছেন পৌরসভার প্যানেল মেয়র, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাদা এস এম মিজানুর রহমান। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত অক্লান্তিকভাবে যখনি যেদিক থেকে ডাক আসছে মুহুর্তেই সেখানে ছুটে চলেছেন। সরকারের দেয়া ত্রাণ সামগ্রি ছাড়াও নিজের ব্যক্তিগত পক্ষ থেকেও ত্রাণ সামগ্রি দিচ্ছেন। সারাদিনের ক্লান্তির মাঝেও সাধারণ মানুষের মুখে তৃপ্তির হাসি দেখে এবং তাদের সেবা করতে পেরেই যেন সবক্লান্তি দুর হয়ে যায় মুহুর্তের মাঝে এমনটিই জানালের তিনি।

জানতে চাইলে শাহজাদা এস এম মিজানুর রহমান বলেন, মানুষ মানুষের জন্য, মানুষ হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব ও কর্তব্য। করোনা ভাইরাস থেকে দেশবাসিকে রক্ষার্থে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন পদেক্ষেপ নিয়েছেন চট্টগ্রাম-৮ আসনের মাননীয় সংসদ আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদের অক্লান্ত পরিশ্রম, পরামর্শ, দিকনির্দেশনা অনুযায়ী গৃহবন্দি মানুষের ঘরে ঘরে ত্রাণ সামগ্রি পৌছে দেয়ার যে দায়িত্ব আমাকে দিয়েছেন পৌরবাসির সেবক হিসেবে তা যথাযতভাবে পৌছে দেয়ার চেষ্টা করে যাচ্ছি। জন্ম যখন হয়েছে তখন একদিন মরতেও হবে, তাই যতদিন বেঁচে থাকবো মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। তাছাড়া তিনি সকলকে ঘরে সুস্থ ও নিরাপদে থেকে সামাজিক দুরত্ব বজায় রাখার অনুরোধ জানান। দেশের যে কোন দূর্যোগ মুহুর্তে এভাবে যদি সকল জনপ্রতিনিধিগণ সাধারণ মানুষের পাশে থেকে সহযোগীতার হাত বাড়িয়ে দেন তাহলে কোন মানুষই অনাহারে মরবেনা এমনটাই প্রত্যাশা জনসাধারণের।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ রাউজান এর ধর্ষণবিরোধী মশাল মিছিল

Share the post

Share the postমিলন বৈদ্য শুভ,রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : lkসাম্প্রতিক সময়ে দেশব্যাপী সংগঠিত ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাড়াও এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় ধর্ষকদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাউজান। গত মঙ্গলবার, ১১ মার্চ রাতে রাউজান পৌরসভার গহিরা চত্বর থেকে মশাল মিছিল […]

চট্টগ্রামে প্রশাসন সামলাচ্ছেন ১৯ নারী

Share the post

Share the postচট্টগ্রাম: চট্টগ্রামে গুরুদায়িত্ব কাঁধে নিয়ে প্রশাসন সামলাচ্ছেন ১৯ নারী। যারা নিজ নিজ দপ্তরে কেউ অতিরিক্ত বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালন করছেন।২০২৪ সালের ২৭ নভেম্বর থেকে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) পদে দায়িত্ব পালন করছেন শারমিন জাহান। বিভাগের ১১ জেলায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে নিজেকে সামিল রেখেছেন।প্রশাসন ক্যাডারের ২১তম […]