

আশিকুর রহমান নরসিংদী :-নরসিংদী রায়পুরার একটি স্কুলকে শহীদ আবু সাঈদ এর নামে নামকরণ করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে রায়পুরা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা এ নামকরণের উদ্বোধন করেন।
২০১৪ সালে উপজেলার মেথিকান্দার উত্তরপাড়া গ্রামে ততকালীন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা রাজিউদ্দিন আহমেদ রাজু তার মা আশরাফুন্নেছার নামে “আশরাফুন্নেছা পাবলিক স্কুলটি” প্রতিষ্ঠা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা বলেন, পূর্বের নাম পরিবর্তন করে আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়টি আজ থেকে “শহীদ আবু সাঈদ স্কুল” নামে পরিচয় বহন করবে। তিনি বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদের নাম অমর করে রাখতে এ শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ করা হয়। শহীদ আবু সাঈদ দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সাহসী কণ্ঠস্বর ছিলেন। তার আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে এই বিদ্যালয়ের নামকরণ স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক এবং এলাকাবাসীর জন্য গৌরবের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, স্কুল পরিচালনা কমিটির সভাপতি বাবু দীপক দত্ত, স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান শাহীন, রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিছ আলী মুন্সী, উপজেলা কেন্দ্রীয় মিলন মন্দির পরিচালনা কমিটির সভাপতি সবুজ নন্দী, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক কাজী আসাদুর রহমান মিলনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। পরে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে শহীদের জীবন ও সংগ্রামের গল্প তুলে ধরা হয়।