

মোঃ সামিরুজ্জামান, প্রতিনিধি : ভোলা সদর উপজেলার জামে মসজিদের খতিব ও দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মো. আমিনুল হক নোমানীকে গত শনিবার রাতে চরনোয়াবাদ এলাকার নিজ বাসভবনে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। এই নৃশংস হত্যাকাণ্ডে শোকের ছায়া নেমে এসেছে ভোলাজুড়ে। ক্ষুব্ধ জনতা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ ও কর্মসূচি ঘোষণা করেছে।
সোমবার ৮ সেপ্টেম্বর ভোলার সব স্কুল, কলেজ ও মাদ্রাসা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই দিন সকাল ১১টায় ভোলা হাতেম আলী মসজিদ চত্বরে শোক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে, যেখানে হাজারো মানুষ অংশ নেবে বলে আশা করা হচ্ছে। বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং ফাঁসির দাবি জানাবেন।
আয়োজকরা জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রশাসন কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তারা সতর্ক করে বলেন, প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয় তবে আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়তে পারে।
প্রসঙ্গত, মাওলানা আমিনুল হক নোমানী ভোলার ইসলামি অঙ্গনে ছিলেন সুপরিচিত একজন আলেম। শিক্ষা ও ধর্মীয় প্রচারে তার বিশেষ ভূমিকা ছিল। তার নৃশংস হত্যার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ ও বেদনা ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা মনে করছেন, এ হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে এবং এর সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার না করলে অশান্ত পরিস্থিতি সৃষ্টি হতে পারে।