ক্যাপস্টোন স্কুলে বিজ্ঞান মেলা: শিক্ষার্থীদের ২৪টি প্রজেক্টে মুগ্ধ অতিথিরা
প্রতিবেদক: মো. রনিক্যাম্পাস প্রতিনিধি, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ঢাকা: রাজধানীর গুলশান ১, রোড নং ১২৮–এর হাউস নং ২১–এ অবস্থিত ক্যাপস্টোন স্কুল ঢাকা-তে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) অনুষ্ঠিত হলো দিনব্যাপী বিজ্ঞান মেলা। প্লে-গ্রুপ থেকে ‘ও লেভেল’—সব স্তরের শিক্ষার্থীরা মেলায় উপস্থাপন করে মোট ২৪টি বৈজ্ঞানিক প্রজেক্ট।
অতিথিদের উপস্থিতি ও বক্তব্য
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সারওয়াত রেজা, কান্ট্রি লিড বাংলাদেশ, কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট। শিক্ষার্থীদের সৃজনশীল প্রজেক্ট ঘুরে দেখে তিনি বলেন,
“শিক্ষার মূল লক্ষ্য শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বাস্তব জীবনে জ্ঞান প্রয়োগ করাই আসল শিক্ষা। এ ধরনের বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের সেই পথেই এগিয়ে নিচ্ছে।”
বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিদ্যালয়ের পরিচালক আক্তার আহমেদ ও কুমার বিশ্বাস (বিকেবি)। তারা শিক্ষার্থীদের একাগ্রতা ও অভিভাবকদের সহযোগিতার প্রশংসা করেন।
আয়োজনের দায়িত্ব ও তত্ত্বাবধান
মেলা সফলভাবে সম্পন্ন করতে নেতৃত্ব দেন জীববিজ্ঞান শিক্ষিকা দেওয়ান ইসমাত আরা এবং ড. ফাহিমা ইয়াসমিন।
চারুকলা শিক্ষিকা তাহমিনা বিনতে কবির ও বাংলা শিক্ষিকা আফরিন নওয়ার অনুষ্ঠানস্থলকে সাজান মনোমুগ্ধকরভাবে।
সমগ্র আয়োজন তত্ত্বাবধান করেন বিদ্যালয়ের প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্নেল (অব.) তোফায়েল আহমেদ এবং ভাইস প্রিন্সিপাল তাহেরা তাসনিম।
শিক্ষার্থী ও অভিভাবকের প্রতিক্রিয়া
শিক্ষার্থীরা জানায়, বিজ্ঞান মেলার মতো আয়োজন তাদের পড়াশোনায় নতুন অনুপ্রেরণা যোগ করেছে।
এক অভিভাবক বলেন, “শুধু বিজ্ঞান নয়, ভবিষ্যতে বিতর্ক, ব্যবসা মেলা বা কৃষি কার্যক্রমের মতো আয়োজন করলে সন্তানরা আরও বহুমুখী শিক্ষা পাবে।”
উল্লেখযোগ্য প্রজেক্ট
শিক্ষার্থীদের প্রদর্শিত ২৪টি প্রজেক্টের মধ্যে কয়েকটি বিশেষ দৃষ্টি কাড়ে—
প্লে-গ্রুপ ও ছোটদের “Save The Earth” প্রজেক্ট (পরিবেশ রক্ষার বার্তা চিত্র ও মডেলের মাধ্যমে উপস্থাপন)
ক্লাস ৮ শিক্ষার্থীদের তৈরি Capstone School Website
ক্লাস ৮-এর Air Quality Monitoring System
ক্লাস ৯-এর Eye Control Vehicle Safety System
এসব প্রজেক্টে দেখা গেছে শুধু বিজ্ঞান নয়, বরং তথ্যপ্রযুক্তি (ICT)–ও শিক্ষার্থীদের সৃজনশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সামগ্রিক পরিবেশ
শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ, শিক্ষক-শিক্ষিকার নিবেদন ও অভিভাবকদের আন্তরিক আগ্রহ মিলে বিজ্ঞান মেলা হয়ে ওঠে উৎসবমুখর। অতিথিরা মন্তব্য করেন, এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে আরও সৃজনশীল ও গবেষণামুখী করে তুলবে।