ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার।
মোঃ শামীম মিয়া,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
১৪ আগস্ট বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিটে ডিবি পুলিশের একটি চৌকস টিম সদর থানাধীন কোড্ডা রেল ব্রিজের পশ্চিমে, আখাউড়া থেকে সুলতানপুরগামী সড়কে চেকপোস্ট স্থাপন করে অভিযান চালায়।
এ সময় সন্দেহভাজনদের তল্লাশি করে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক উপস্থিত সাক্ষীদের সম্মুখে আইনানুগভাবে জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ১. মো. ইয়াসিন মিয়া (২২), পিতা- মঙ্গল মিয়া, মাতা- শরুফা, সাং- মধ্যপাড়া, থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর।২. আকলিমা আক্তার (৩৭)।ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।