সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ২৯৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Share the post
জলিলুর রহমান জনি,সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে র‌্যাবের বিশেষ অভিযানে ২৯৮০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।সিরাজগঞ্জের সদর থানা এলাকায় র‌্যাব-১২ এর সদর কোম্পানি একটি সফল অভিযান পরিচালনা করে ২৯৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন মোঃ আকাশ শেখ, যিনি ঠাকুর টেক গ্রামের মোঃ ওয়াজকরনি শেখের ছেলে এবং মোঃ আসিফ হোসেন, যিনি দিয়ার ধনগড়া গ্রামের মোঃ শরিফ উদ্দিনের ছেলে। উভয়েই সিরাজগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।
র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় আসামিদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। র‌্যাবের মুখপাত্র জানিয়েছেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সিরাজগঞ্জের স্থানীয় প্রশাসন এবং র‌্যাবের এই যৌথ অভিযান মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের একটি উদাহরণ। এই ধরনের অভিযান সমাজে মাদক দ্রব্যের অপব্যবহার রোধে সহায়ক ভূমিকা পালন করছে। প্রশাসনের কর্মকর্তারা জানান, মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাদক নিয়ন্ত্রণের এই প্রচেষ্টা সামাজিক ও সাংস্কৃতিক পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলছে। স্থানীয় জনগণ প্রশাসনের এমন পদক্ষেপের প্রশংসা করেছেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দিয়েছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই ধরনের অভিযান মাদক কারবারিদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে। মাদক দ্রব্যের অবৈধ চক্র ভাঙতে র‌্যাব ও পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।
বিশ্লেষকরা মনে করছেন, মাদক কারবারিদের শাস্তি নিশ্চিত করা গেলে মাদকের অপব্যবহার এবং এর ক্ষতিকর প্রভাব থেকে সমাজ রক্ষা পাবে। মাদক মুক্ত সমাজ গঠনে প্রশাসনসহ সকল স্তরের জনগণের সহযোগিতা অপরিহার্য।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

রাবির সোহরাওয়ার্দী হলে ডাস্টবিন দিলো কাউসার-সাচ্চু-ইমরুল পরিষদ

Share the post

Share the post সৈয়দ মাহিন,রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা, দুর্গন্ধ ও মাছির উৎপাত থেকে রক্ষার্থে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ব্যক্তি উদ্যোগে ৪ টি ডাস্টবিন দিয়েছেন কাউসার-সাচ্চু-ইমরুল পরিষদ। তারা আসন্ন রাকসু নির্বাচনে সোহরাওয়ার্দী হল সংসদ নির্বাচনের একটি স্বতন্ত্র প্যানেল।আজ শুক্রবার (১৫ আগস্ট) বেলা ১১ টায় হলের ১ম ব্লকের প্রতিটি ফ্লোরে একটি করে ডাস্টবিন […]

জাজিরায় রাতে ১৫ আগষ্ট পালন করে ফেইসবুকে পোস্ট ভোর রাতেই দুইজন গ্রেফতার।

Share the post

Share the postমোঃ আমির হোসেন,শরীয়তপুর : শরীয়তপুরের জাজিরা উপজেলায়  ১৫ রাতে  শেখ মুজিবুর রহমানের মৃ*ত্যুবার্ষিকী সথা ১৫  পালন করে  আওয়ামী স্লোগান দিয়ে  ফেইসবুকে প্রচার করায় দুইজনকে গ্রেফতার করেছে জাজিরা থানা পুলিশ। জাজিরা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আজ ভোরে বিলাসপুরের কাজিয়ারচর এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ […]