ব্যারিস্টার কায়সার কামালের সহযোগিতায়,আরো ৪৭ জন ফিরে পেলেন চোখের আলো

Share the post

তোবারক হোসেন খোকন,দুগার্পুর (নেত্রকোনা) প্রতিনিধি:‘‘মানুষ মানুষের জন্য—জীবন জীবনের জন্য’’ এই প্রতিপাদ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়, জটিন ও কঠিন রোগে আক্রান্ত যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না, এমন অসহায় মানুষদের চিকিৎসা করানোর মানবিক উদ্যোগ নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

এরই প্রেক্ষিতে দুগার্পুর উপজেলার ২৩ জন মহিলা এবং ২৪ জন পুরুষের চোখ অপারেশন করানোর ব্যাবস্থা করলেন ব্যারিস্টার কায়সার কামাল। সোমবার (১২ আগস্ট) ৬ষ্ঠ ধাপে ওই রোগীদের চিকিৎসা শেষে দুগার্পুর নিয়ে এসে এমনটাই জানিয়েছেন, বিরিশিরি ইউনিয়ন বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান।

জানা গেছে, ময়মনসিংহের ড. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালে, অপারেশনের মাধ্যমে চোখের আলো ফিরে পাচ্ছেন নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সাধারণ মানুষ। ইতোমধ্যে দুগার্পুর উপজেলা থেকে ৬ষ্ঠ ধাপ সহ প্রায় ২শত ৬৫ জনের চোখের অপারেশন সম্পন্ন হয়েছে। শুধু অপারেশন নয়, রোগীদের থাকা—খাওয়া, যাতায়াত, ঔষধসহ সব খরচও বহন করছেন ব্যারিস্টার কায়সার কামাল। এ কাজে স্থানীয় বিএনপি’র স্বেচ্ছাসেবীরা বাসযোগে ময়মনসিংহে কে জামান হাসপাতালে পৌঁছে দেন এবং চিকিৎসা শেষে রোগীদের বাড়ি পৌঁছে দেন।

স্থানীয়রা বলেন, এ উদ্যোগের অংশ হিসেবে দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোণা গ্রামে একটি ফ্রি মেডিকেল ও চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। সেখানে চিকিৎসা নিতে আসা ৯৩২ জন সাধারণ রোগীর ছানি অপারেশনের জন্য তালিকা প্রস্তত করা হয়। ওই তালিকা ধরেই আজ ৬ষ্ঠ ধাপের যাত্রা শুরু হয়। এর মধ্যে দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নারী—পুরুষ কে পাঠানো হয়েছে ময়মনসিংহে।

চোখ অপারেশন করে আসা এক রোগী দুলাল মিয়া বলেন, চোখ না দেখতে পাইলে কি যে কস্ট, একমাত্র যার চোখে আলো নাই, সেই জানে। আমার দুটি চোখই ছানি পড়ে নস্ট হওয়ার পথে ছিলো। ব্যারিস্টার সাহেব চক্ষু ক্যাম্প করার পর, অপারেশনের তালিকায় আমার নাম লিখাইছি। পরে আইজ ডাক্তাররা এক চোখ অপারেশন করে দিছে। মরার আগের দিন পর্যন্ত কায়সার সাহেবের দোয়া করমু আমরা।

এ নিয়ে ইউনিয়ন বিএনপি‘র সভাপতি আজিজুল ইসলাম বলেন, সমাজে মানবসেবার উপরে আর কোন কিছুই হতে পারে না। দুগার্পুর—কলমাকান্দার মানবিক নেতা, বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, দীর্ঘদিন ধরে নিজ অথার্য়নে এসকল মানবিক কাজ গুলো করে যাচ্ছেন। একজন যোগ্য নেতার পক্ষেই এসকল কাজ করা সম্ভব। তিনি নেতৃত্বে আসুক এমনটাই চাচ্ছেন এলাকাবাসী। পর্যায়ক্রমে এলাকার অন্যান্য রোগীদেরও চোখের অপারেশন সম্পন্ন করানো হবে। ব্যারিস্টার কায়সার কামালের এই মানবিক সহায়তার জন্য এলাকার সাধারণ মানুষ সহ দলীয় নেতাকমীর্গণ খুশি।

এ সময়, বিএনপি নেতা আলহাজ্ব আজিজুল হক ফকির, আবুল বাশার বাদশা, নুরুল আমিন নুরু, নুর ইসলাম জামিল, কবির আহম্মদ, মঞ্জুরুল হক মঞ্জুল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকমীর্গণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

সাতক্ষীরা দেবহাটায় মাছের ঘেরে তরমুজ চাষ, কৃষকের মুখে হাসি

Share the post

Share the postসৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সাতক্ষীরা দেবহাটা উপজেলায় নোনা পানির মিশ্র মাছের ঘেরের উপরে দূর থেকে দেখলে মনে হবে সবুজ পাতার ছায়ায় ঝুলছে রঙিন ফলের মালা। কাছে গেলে বোঝা যায়, এগুলো অসময়ের তরমুজ। নিচে মিঠে ও লোনা পানির মিশ্র ঘেরে মাছের খেলা। ওপরে মাচায় ঝুলছে সুপ্রিম হানি, তৃপ্তি, ব্ল্যাক বেবি, সুগারকুইন আর […]

শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন

Share the post

Share the postমো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি : “প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫। ১২ আগস্ট (মঙ্গলবার) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার […]