

সোহেল খান দুর্জয়,নেত্রকোনা : সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নেত্রকোণায় বাংলাদেশ প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত বিচারের দাবিতে নেত্রকোণা শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা জেলা শাখার আয়োজনে উক্ত মানববন্ধনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ। তাদের নিরাপত্তা নিশ্চিত না হলে সত্য প্রকাশ ব্যাহত হবে এবং সমাজব্যবস্থা অন্ধকারে নিমজ্জিত হবে। দেশ ও জনগণের কল্যাণে নিজের জীবন বাজি রেখে সাংবাদিকরা কাজ করেন, অথচ এর প্রতিদান হিসেবে এমন নৃশংস হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না। তারা তুহিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন—সাংবাদিক শামীম তালুকদার,আব্দুল আলীম, সুলতান আহমেদ,মহিউদ্দিন তালুকদার, সোহেল খান দুর্জয়,আসাদুজ্জামান তালুকদার আসাদ,মোনায়েম খান, সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।