নরসিংদীতে গ্যাস লাইনের লিকেজ থেকে একই পরিবারের দগ্ধ ৩, নিহত ১

Share the post
আশিকুর রহমান, নরসিংদী : নরসিংদীর মাধবদীতে অবৈধ গ্যাস লাইনের লিকেজ থেকে একই পরিবারের ৩ জন অগ্নিদগ্ধ হয়ে গুরুত্বর আহত হয়েছেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূ আকলিমার মৃত্যু হয়।
সোমবার রাত সাড়ে ১১টায় সদর উপজেলার মাধবদী থানাধীন নুরালাপুরের আলগী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আকলিমা (৩০) ওইগ্রামের এমরানের স্ত্রী। এসময় তাদের দুই সন্তান সিয়াম (১২) ও সামিয়া (১৪) গুরুত্বর দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
জানা যায়, সোমবার রাত সাড়ে ১১টায় গৃহবধূ আকলিমা খাবার গরম করার জন্য রান্না ঘরের চুলা ধরার জন্য দিয়াশলাই দিয়ে আগুন ধরাতে গেলে মূহুর্তের মধ্যে ঘরে আগুন লেগে যায়। এসময় আকলিমা ও তার দুই সন্তান আগুনে দগ্ধ হয়। তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল নিয়ে গেলে তাদের অবস্থা অবনতি হলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (মঙ্গলবার) দুপুরে আকলিমার মৃত্যু হয়।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, দীর্ঘ দিন যাবৎ নরসিংদী তিতাস গ্যাসের ব্যাবস্থাপক মাকসুদুর রহমানের পরোক্ষ মদদে তার নিজ এলালাকা নরসিংদীর মাধবদী নুরালাপুরা ও আলগী সহ মাধবদী এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে আসছে একটি চক্র। এর প্রেক্ষিতে এলাকাবাসী কয়েকবার নরসিংদী তিতাস গ্যাস কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়। কিন্তু অদৃশ্য কারনে তিতাস গ্যাস কতৃপক্ষ কোন ব্যাবস্থা গ্রহণ করেনি। আর সঠিক সময় ব্যবস্থা গ্রহণ না নেওয়ায় এ প্রাণহানির ঘটনা ঘটেছে বলে মনে করেন স্থানীয়রা।
এব্যাপারে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম বলেন, অগ্নিদগ্ধে নিহত আকলিমার লাশ এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। খোঁজ খবর নিচ্ছি। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

তালায় তিন লক্ষ টাকার ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুরু

Share the post

Share the postসৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : মাদককে না বলুন, খেলার মাঠে ফিরে আসুন এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় ছায়াবীথি সংগঠনের উদ্যোগে তিন লক্ষ টাকার ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটুর সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা […]

ইবিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপনে বর্ণিল আয়োজন

Share the post

Share the postইবি প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নানা আয়োজন করেছেন পূজা উদযাপন পরিষদ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে আগামীকাল (১৬ আগস্ট) শনিবার বিশ্ববিদ্যালয়ের থানা সংলগ্ন সবুজ চত্বরে দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দিনের কর্মসূচির মধ্যে রয়েছে- শ্রীমদ্ভাগবত পাঠ, ভজন কীর্তন, ভোগ আরতি, মহাপ্রসাদ […]