যদি ১/১১ পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে কিংস পার্টি ও তাদের সহযোগি দুটি দল দায়ী থাকবে- সৈয়দ এমরান সালেহ প্রিন্স

Share the post
আবুল হাশেম,ধোবাউড়া(ময়মনসিংহ) প্রতিনিধি :এক-এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে!’ তথ্য উপদেষ্টার এমন ফেসবুক স্ট্যাটাসে গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন , আল্লাহ না করুন , সেরকম পরিস্থিতি যদি সত্যি সৃষ্টি হয় তাহলে তার জন্য সরকার ও গণ অভ্যুত্থানের শক্তির মধ্যে বিভেদ ও বিদ্বেষ সৃস্টিকারী কিংস পার্টি ও তাদের সহযোগী দুইটি দল দায়ী থাকবে ।
এমরান সালেহ প্রিন্স মঙ্গলবার সকালে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা বিএনপি ও অংগসংগঠন আয়োজিত বিজয় মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রখছিলেন । ধোবাউড়া পশু হাসপাতাল চত্বরে এই সমাবেশে চব্বিশের গণ অভ্যুত্থানে ঢাকা ও গাজীপুরে  নিহত ধোবাউড়ার শহীদ মওলানা মফিজুল ইসলাম , শহীদ সোহেল মিয়া, শহীদ শাজাহানের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয় । এমরান সালেহ প্রিন্স তাদের হাতে “ শহীদ স্মারক” তুলে দেন । পরে জাতীয় ও দলীয় পতাকাসহ রঙ বেরংয়ের পতাকা , ফেস্টুন , শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া , তারেক রহমান ও গণ অভ্যুত্থানের শহীদদের ছবি দিয়ে সজ্জিত বিশাল বর্ণাঢ্য বিজয় মিছিলটি বাদ্য বাজনা নিয়ে পশু হাসপাতাল চত্ত্বর থেকে বের হয়ে ধোবাউড়া বাজার , উপজেলা মোড় , হাসপাতাল মোড়সহ ধোবাউড়া সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে  পুনরায় পশু হাসপাতালে এসে শেষ হয় । মিছিলে ধোবাউড়ার শহীদ পরিবারের সদস্যরাও অংশ নেন ।
বিজয় মিছিল পূর্ব সমাবেশে তিনি বলেন , গণতন্ত্রের উত্তরণের পথে বাধাঁ সৃষ্টিকারীরা দেশ ও জনগণের বন্ধু হতে পরে না । তিনি গণ ঐক্য অটুট রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন ইতিহাসের নিকৃষ্ট ফ্যসিবাদী হাসিনার পতন ও পালায়নের মধ্য দিয়ে হাজারও শহীদের জীবনের বিনিময়ে যে বিজয় অর্জিত হয়েছিল তা গণ অভ্যুত্থানের শক্তির মধ্যে অনৈক্যে ও সমনবয়হীনতার  কারণে যেনো ম্লান  না হয় ।
উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে এবং সদস্য সচিব আনিছুর রহমান মানিকের সঞ্চালনায় বিজয় মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন , ফরহাদ রব্বানী সুমন ,মাহবুবউল আলম , আবদুল মোমিন  শাহিন ,শহীদ মাজেদুল ইসলমের ভাই মওলানা জালাল উদ্দিন,  শহীদ সোহেল মিয়ার পিতা আবদুল হাকিম  , জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ফরহাদ আল রাজি , সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম , যুবদল নেতা ফারুক হোসাইন , উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম ,তাঁতী দলের সদস্য সচিব  হাসান শাহ ,ছাত্র দলের কলেজ শাখার সদস্য সচিব আল মামুন , মৎস্যজীবী দলের আহবায়ক মিজানুর রহমান মনিক বক্তব্য রাখেন ।
এর আগে আজ সকালে তিনি ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের জোকা গ্রামে চব্বিশের পাঁচই আগস্ট গণ অভূয়ত্থানের দিন ঢাকার বাড্ডায় পুলিশের গুলিতে নিহত সোহেল মিয়ার প্রথম শাহাদত বার্ষিকী উপলক্ষে তার আত্মার মাগফেরাত কামনা করে কবর জিয়ারত , ফতেহা পাঠ ও পুস্পমাল্য অর্পণ করেন । তিনি সোহেল মিয়ার বাড়িতে যান এবং তার বাবা , মাসহ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করে স্বান্তনা দেন । এসময় শহীদ সোহেলের পিতা আবদুল হাকিম , গোয়াতোলা ইউনিয়ন বিএনপির আহবায়ক ইউপি চেয়ারম্যান জাকিরুল ইসলাম টোটন , উপজেলা কৃষক দলের আহবায়ক নয়ন মণ্ডল , সদস্য সচিব কাছুম উদ্দিন , ইউনিয়ন বিএনপি সদস্য সচিব আনসার আলী তুলা , যুগ্ম আহবায়ক আবু সিদ্দিক , মোমতাজ উদ্দিন , আবু তাহের , সুরুজ মিয়া , আনোয়ার হোসেন , আবু সায়েমসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি,যুবকের মৃত্যু

Share the post

Share the postমাহমুদুল ইসলাম সাগর ,সাভার উপজেলা প্রতিনিধি : সাভারে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে চিকিৎসাধীন অবস্থায় সাব্বির (১৯) নামে এক যুবককের মৃত্যু হয়। এরআগে গত ৯ আগস্ট গণপিটুতি দিয়ে পুলিশের হাতে তুলে দেন পথচারীরা। রোববার (১৭ আগস্ট) দুপুরে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোতাছিম বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেন। এরআগে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে […]

রাকসু’র ভোটার তালিকায় নাম না আসায় ভুক্তভোগী শিক্ষার্থীর সংবাদ সম্মেলন

Share the post

Share the post সৈয়দ মাহিন ,রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:রাকসু’র ভোটার তালিকায় নাম সংযুক্ত করে নির্বাচন করার বৈধতা চেয়ে অথবা রাকসুতে জমা হওয়া ফি ফেরত দেওয়ার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। রোববার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহণ মার্কেটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী শিক্ষার্থী হলেন মো. সারোয়ার জাহান। তিনি রাজশাহীর […]