পেঁয়াজের ঘাটতি পূরণে ভোলায় গ্রীষ্মকালীন চাষ প্রকল্পের অবহিতকরণ

Share the post

মোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি: ভোলায় পেঁয়াজের ঘাটতি পূরণ, উদ্যোক্তাদের আয় বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক সহযোগিতায় “গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ সম্প্রসারণ” শীর্ষক এই প্রকল্পটি বাস্তবায়ন করছে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)।

 

বুধবার (৩০ জুলাই) সকালে জিজেইউএস-এর হলরুমে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলার উপ-পরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক। জিজেইউএস-এর পরিচালক অ্যাডভোকেট বীথি ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএডিসি-র সিনিয়র সহকারী পরিচালক আবিদ হাসান এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান।

 

সভার শুরুতে ‘রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রকল্প (আরএমটিপি)’-এর আওতায় গৃহীত এই উপ-প্রকল্পের লক্ষ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক মুরাদ হোসেন চৌধুরী।

 

বক্তারা বলেন, আমদানিনির্ভরতা কমিয়ে দেশের পেঁয়াজের চাহিদা পূরণে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ অত্যন্ত সম্ভাবনাময়। এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের প্রশিক্ষণ, প্রযুক্তি ও আর্থিক সহায়তা প্রদান করা হবে, যা ভোলার গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে। সংশ্লিষ্ট সকল সরকারি-বেসরকারি দপ্তর থেকে প্রকল্প বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও প্রদান করা হয়।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিজেইউএস-এর উপ-পরিচালক মো. আনিসুর রহমান। সভায় কৃষক, স্থানীয় উদ্যোক্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ব্রাহ্মণবাড়িয়ায় কারাগারে হাজতির মৃত্যু

Share the post

Share the postমাহমুদুল হাসান,স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে থাকা হাজতি সামির খান-(২৫) মারা গেছেন (হাজতি নং- ৫৬৭১/২৫)। শুক্রবার সকাল ৮ টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত সামির খান আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়নের দগরিসার গ্রামের আলম খানের ছেলে। তার বিরুদ্ধে জেলার বিজয়নগর থানায় একটি মামলা আছে। মামলা […]

বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে কলারোয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

Share the post

Share the postসৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে সাতক্ষীরার কলারোয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শুক্রবার বিকালে কলারোয়া বেগম খালেদা জিয়া কলেজ মাঠে অনুষ্ঠিত আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির […]