ভূমি সেবা সহায়তা কেন্দ্র নিয়োগে অনিয়মের অভিযোগ, জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ

Share the post
মোঃ শামীম মিয়া,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজারে ভূমি সেবা সহায়তা কেন্দ্র (এলএসএফসি) নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে।
উক্ত নিয়োগে অনিয়মের অভিযোগ এনে উপজেলার ভিটিদাউদপুর গ্রামের মোঃ কেফায়েত উল্লাহ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। আরেক আবেদন প্রার্থী একেই এলাকার সফলা আক্তারও লিখিত অভিযোগ করে প্রতিবাদ জানান। নিয়োগটি যাচাই-বাছাই করে পূর্ণরায় যোগ্য প্রার্থীকে নিয়োগ প্রদানের দাবী করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আউলিয়া বাজার ইউনিয়ন ভূমি সেবা সহায়তা কেন্দ্রটি অনুমোদন হয়েছে উপজেলার চম্পকনগর ইউনিয়নের চম্পকনগর বাজারের স্যোসাল ইসলামী ব্যাংকের এজেন্টের মালিক মোঃ সাদেকুল ইসলাম ভূইয়ার নামে। তার আউলিয়া বাজারে কোনো দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান নেই। তার পিতা চম্পকনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং  নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিলো ব্যবসার ট্রেড লাইসেন্স এবং নিজস্ব দোকান না থাকিলে ভাড়াটিয়া চুক্তি থাকতে হবে কিন্তু তার কোনটি নাই।
অভিযোগকারী মোঃ কেফায়েত উল্লাহ বলেন, আমি দীর্ঘ ৫/৬ বছর যাবৎ কম্পিউটার, প্রিন্টার ও ইন্টারনেট সুবিধাসহ আউলিয়া বাজারে অফিস নিয়ে স্থানীয় জনগণকে ভূমি বিষয়ক নানা সেবা প্রদান করে আসছেন। আমার অফিসে তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে সরেজমিনে তদন্ত করে একমাত্র আমি একক প্রার্থী হিসেবে যোগ্য বলে যাওয়ার পরেও কি কারনে নিয়মবহির্ভূত ভাবে অন্য এলাকার একজনকে নিয়োগ দিয়েছে সেটা বুঝে আসছে না।
এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে অনিয়ম হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে যা যোগ্যতা চাওয়া হয়েছে সব আমার থাকলেও চম্পকনগর ইউনিয়ন আওয়ামী পরিবারের একজনকে কিভাবে নিয়োগ প্রদান করা হয়েছে সেটার তদন্ত করে ব্যবস্থা গ্রহনের দাবী জানান তিনি।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জেসমিন সুলতানা বলেন, ‘আমার জানামতে নিয়মনীতি মেনেই নিয়োগ প্রদান করা হয়েছে। তার পরেও অভিযোগ যেহেতু করেছে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত ৭

Share the post

Share the post আশিকুর রহমান,নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পাঁচদোনা মোড়ে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ ও সিএনজি স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন গুলিবিদ্ধসহ অন্তত সাত জন আহত হয়েছেন।রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় সদর উপজেলার পাচঁদোনা মোড়ে (ঢাকা-সিলেট মহাসড়ক) এ সংঘর্ষের ঘটনা ঘটে। টানা […]

ভোলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি: “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বের হওয়া র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে […]