COVID-19 মোকাবেলায় সকল হাসপাতালগুলোতে এস আলম গ্রুপের পক্ষ থেকে পিপিই প্রদান করা হয়।
সিনিয়র রিপোর্টার( চট্টগ্রাম): COVID-19 মোকাবেলায় সকল হাসপাতালগুলোতে এস আলম গ্রুপের পক্ষ থেকে পিপিই প্রদান করা হয়। আকিজ উদ্দিন চৌধুরী বলেন- COVID-19 মোকাবেলায় সকল ডাক্তারগণ এগিয়ে আসলে এই মহামারী মোকাবেলা করা সম্ভব।

তাই আজ সন্ধ্যা সাতটায় বিএমএ মিলনায়তনে ডাক্তার ফয়সাল ইকবাল এর কাছে এস আলমের চেয়ারম্যানের পিএস আকিজ উদ্দিন চৌধুরী এই পিপিই হস্তান্তর করেন। করোনা ভাইরাস মোকাবেলায় এস আলম গ্রুপ সব সময় সবার পাশে সর্বদা থাকবে।তিনি আরো বলেন দেশের এই দুর্যোগময় মুহূর্তে এস আলম গ্রুপ সবার পাশে থাকবে।যতদিন এই করোনাভাইরাস এর প্রভাব দেশে থাকবে ততদিন এসআলম গ্রুপ সবার পাশে থাকবে।
