

ফয়সাল আলম সাগর, বিশেষ প্রতিনিধি ‘:কক্সবাজারের চকরিয়ায় মিনি ড্রাম ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালকের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত অটোরিকশা চালকের নাম মো. শরীফ উল্লাহ (২৪) বলে জানা গেছে। নিহত শরীফ উল্লাহ উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কিসমত আলীপাড়া এলাকার মো. ইসমাইলের ছেলে। সড়ক দূর্ঘটনায় অটোরিকশা চালক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ মো. মেহেদী হাসান। এসময় তিনি আরো জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে ব্যাটারী চালিত অটোরিকশা যোগে ডুলাহাজারা বাজার থেকে মো. শরীফ উল্লাহ (২৪) তার বাড়িতে যাওয়ার পথের মধ্যে ৩০ জুন (সোমবার) সন্ধ্যা পৌঁনে সাতটার দিকে মালুমঘাট বাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ড্রাম ট্রাক (যার রেজিঃ নং- চট্ট মেট্টো- য়- ৪৮৭২) এর অজ্ঞাতনামা চালক মো. শরীফ উল্লাহ’র অটোরিক্সাকে মুখোমুখি ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ দূর্ঘটনায় অটোরিক্সা চালক মো. শরিফ উল্লাহ’র মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় গুরুতর আহত মো. শরিফ উল্লাহকে উদ্ধার করে নিকটস্থ খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ দূর্ঘটনায় ঘাতক ড্রাম ট্রাক ও নিহত মো. শরীফ উল্লাহ’র অটোরিক্সাটিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে এবং দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।