বগুড়ার শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা মতিন সরকারকে গ্রেফতার করছে ডিবি পুলিশ

Share the post
এস.এম.জয়, বগুড়া : বগুড়ার শীর্ষ সন্ত্রাসী ও বগুড়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর (কার্যক্রম নিষিদ্ধ) যুবলীগ নেতা আব্দুল মতিন সরকার (৫০) কে গ্রেফতার করা হয়েছে। বগুড়া জেলা গোয়েন্দা শাখা ডিবির একটি টিম গত ২১শে জুন শনিবার রাত ১১টার দিকে ঢাকার মোহাম্মদপুরের বসিলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
বগুড়া ডিবির ওসি ইকবাল বাহারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ডিবির ওসি মো,ইকবাল বাহার “Channel 21” -কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মোহাম্মদপুরের বসিলা এলাকায় একটি ফ্লাট বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মতিন সরকার সেখানে ওই ফ্লাট বাড়ি ভাড়া নিয়ে গোপনে বসবাস করে আসছিল। তার বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই -আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে দুটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
এ- নিয়ে সব মিলিয়ে তার বিরুদ্ধে মোট ২০টি মামলা আদালতে চলমান আছে। ডিবির টিম তাকে গ্রেফতার করে ঐদিন রাত বারোটার দিকে বগুড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে।
আজ রোববার তাকে আদালতে হাজির করা হতে পারে। ধৃত মতিন সরকারের বাড়ি বগুড়া শহরের চকসূত্রাপুর চামড়া গুদাম এলাকায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

রাজশাহীর ধামরাই স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃত্বে সিফাত-আলমগীর

Share the post

Share the post সৈয়দ মাহিন ,রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :রাজশাহীতে অবস্থানরত সাভার-ধামরাই স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের ২০২৫-২৬ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আরবী বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ইয়াসির আরাফাত সিফাত  এবং সাধারণ সম্পাদক হিসেবে ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগের ২০২০-২১ সেশনের আলমগীর এইচ রানা নির্বাচিত হয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) সংগঠনটির এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ […]

ওয়েব পোর্টাল উদ্বোধনের মধ্য দিয়ে ইবির আইসিটি বিভাগে নবীনবরণ

Share the post

Share the postইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগ ও স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব আইসিটি (এসএআইসিটি)-এর উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় বিভাগের ওয়েব পোর্টালের উদ্বোধনও করা হয়। রবিবার (১৭ আগস্ট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনের ১০২ নং এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় আইসিটি বিভাগের সভাপতি প্রফেসর ড. আলমগীর হোসেনের সভাপতিত্বে […]