

সোহেল খান দূর্জয়,নেত্রকোনা : প্রথম বিয়ের তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ের অভিযোগে রুহুল রানা নামে এক যুবকের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার শেয়ালবরশ ইউনিয়নের বউলাম এলাকার ভুক্তভোগী শাম্মি আক্তার বাদী হয়ে এ মামলা করেছেন। আসামি রুহুল রানা নেত্রকোনা মোহনগঞ্জ উপজেলার বড়তলী বানিহারী ইউনিয়নের কাশিপুর গ্রামের মো. মোতালেবের ছেলে।
মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন যে, আসামি রুহুল রানার সাথে ২০১৯ সালে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের প্রথম বছরেই তাদের কুল জোরে আসে এক ফুটফুটে ছেলে সন্তান জীবিকার তাগিদে আসামি রুহুল ওষুধ কোম্পানিতে চাকরি করতো সুনামগঞ্জে সেখানে পরকীয়ায় লিপ্ত হয় আসামি রুহুল এর পর থেকেই দুজনের মধ্যে প্রায়ই কথা কাটাকাটি হতো এক পর্যায় আসামি রুহুল একতরফা ডিভোর্স দিয়ে দেয় উক্ত মামলার বাদী স্বামী আক্তার কে।
বাদী সাম্মি আক্তর আরো বলেন : আমাকে একতরফা ডিভোর্স দিয়ে নানানভাবে ট্রেড ভয় ভীতি দেখায় মামলা তুলে নেওয়ার জন্য না হলে আমার অনেক বড় ক্ষতি করবে কিন্তু আমি ভয় না পেয়ে মহামান্য আদালতে এসে আসামি রুহুলের নামে দুটি মামলা দায়ের করি (১) মামলা পারিবারিক কোর্ডে (২) মামলা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আরেকটি মামলা দায়ের করি সেই মামলায় ২ বার জেল হাজতে যেতে হয়েছে আসামি রুহুল রানাকে।
পরে আমি আরো যান্তে পারি ২০২৪ সালে আমার বিয়ের বিষয় আমার বাচ্চার বিষয় গোপন করে আরেকটি বিয়ে উদ্যোগ নেয় ধর্মপাশা এলেখায়, এমতাবস্থায় তার সর্বোচ্চ শাস্তির দাবি জানাই যেন আমার মতো অন্য করো জীবন নিয়ে রুহুলের মতো নরফিসাসরা কারো জীবন নিয়ে খেলা না করতে পারে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আইন অবশ্যই তাকে সঠিক শাস্তি দান করবে।