ঢাকায় পড়ুয়া যুবক ঈদের ছুটিতে গ্রামে গিয়ে হামলার শিকার, লুটপাটসহ আহত হয়ে হাসপাতালে ভর্তি

Share the post
লালমোহন (ভোলা):ঢাকায় পড়াশোনা ও কাজ করা এক তরুণ, মোঃ রিফাত (২২), ঈদুল আজহার ছুটি কাটাতে নিজ গ্রামে গেলে দুর্বৃত্তদের সন্ত্রাসী হামলার শিকার হন। হামলার সময় তাঁর মোবাইল ফোন, কলেজ আইডি কার্ড ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, যেখানে তিনি দুই দিন চিকিৎসাধীন ছিলেন।
ভোলার লালমোহন উপজেলার অন্তর্গত লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের হাওলাদার বাড়ির বাসিন্দা রিফাত বর্তমানে ঢাকায় মিরপুর ২ এলাকার স্টেডিয়ামের ৫ নম্বর গেটের কাছে বসবাস করেন। তিনি গভর্নমেন্ট মিউজিক কলেজ, আগারগাঁও-এ অধ্যয়নরত এবং পাশাপাশি “Xplo Fashion”, “Faber BD” সহ বিভিন্ন অনলাইন ফ্যাশন পেজে মডেল হিসেবে কাজ করে থাকেন।
পরিবার সূত্রে জানা যায়, ১০ জুন দুপুরে কিছু স্থানীয় সন্ত্রাসী হঠাৎ তাঁর বাড়িতে এসে অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা রিফাতকে লাঠি ও লোহার রড দিয়ে মারধর করে। এতে তিনি মাথা, পিঠ ও হাতে গুরুতর আঘাত পান। হামলাকারীরা তাঁর ব্যক্তিগত মোবাইল ফোন (মূল্য প্রায় ২৫,০০০ টাকা), কলেজের পরিচয়পত্র এবং সঙ্গে থাকা নগদ অর্থ (প্রায় ৫,০০০ টাকা) ছিনিয়ে নেয়।
হামলার প্রত্যক্ষদর্শী হিসেবে এলাকায় তিনজন ব্যক্তি রয়েছেন, যাঁদের বিবরণ অভিযোগের সঙ্গে সংযুক্ত করা হচ্ছে। ঘটনার পর রিফাতের বাবা-মা ও নিকট আত্মীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান এবং দুই দিন চিকিৎসা শেষে বাড়ি ফিরলে থানায় অভিযোগ করার প্রস্তুতি নেন।
রিফাত বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবর আনুষ্ঠানিক অভিযোগ পত্র প্রস্তুত করা হয়েছে এবং দ্রুত জমা দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবার।
ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই এই ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের আইনের আওতায় আনার দাবি তুলেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

চরফ্যাশনে দুই ভাইকে পুড়িয়ে হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড, পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি:  ভোলার চরফ্যাশনে সংখ্যালঘু সম্প্রদায়ের দুই সহোদরকে গলা কেটে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার মতো ভয়াবহ ও নৃশংস ঘটনায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এই রায়ের মাধ্যমে দীর্ঘ তিন বছরের অপেক্ষার অবসান ঘটলো নিহতদের পরিবারের। বুধবার দুপুরে চরফ্যাশনের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত হোসাইন এই চাঞ্চল্যকর […]

জোয়ারের পানিতে ভাসছে ভোলা: ২০ গ্রাম প্লাবিত, হাজারো মানুষ পানিবন্দি

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এবং অমাবস্যার সম্মিলিত প্রভাবে ভোলার মেঘনা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার উপকূলীয় অঞ্চলের বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়েছে, বিশেষ করে বাঁধের বাইরের অন্তত ২০টি গ্রাম এখন পানির নিচে। আকস্মিক এই বন্যায় হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন। জোয়ারের পানিতে রাস্তাঘাট, […]