ঢাকায় পড়ুয়া যুবক ঈদের ছুটিতে গ্রামে গিয়ে হামলার শিকার, লুটপাটসহ আহত হয়ে হাসপাতালে ভর্তি

Share the post
লালমোহন (ভোলা):ঢাকায় পড়াশোনা ও কাজ করা এক তরুণ, মোঃ রিফাত (২২), ঈদুল আজহার ছুটি কাটাতে নিজ গ্রামে গেলে দুর্বৃত্তদের সন্ত্রাসী হামলার শিকার হন। হামলার সময় তাঁর মোবাইল ফোন, কলেজ আইডি কার্ড ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, যেখানে তিনি দুই দিন চিকিৎসাধীন ছিলেন।
ভোলার লালমোহন উপজেলার অন্তর্গত লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের হাওলাদার বাড়ির বাসিন্দা রিফাত বর্তমানে ঢাকায় মিরপুর ২ এলাকার স্টেডিয়ামের ৫ নম্বর গেটের কাছে বসবাস করেন। তিনি গভর্নমেন্ট মিউজিক কলেজ, আগারগাঁও-এ অধ্যয়নরত এবং পাশাপাশি “Xplo Fashion”, “Faber BD” সহ বিভিন্ন অনলাইন ফ্যাশন পেজে মডেল হিসেবে কাজ করে থাকেন।
পরিবার সূত্রে জানা যায়, ১০ জুন দুপুরে কিছু স্থানীয় সন্ত্রাসী হঠাৎ তাঁর বাড়িতে এসে অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা রিফাতকে লাঠি ও লোহার রড দিয়ে মারধর করে। এতে তিনি মাথা, পিঠ ও হাতে গুরুতর আঘাত পান। হামলাকারীরা তাঁর ব্যক্তিগত মোবাইল ফোন (মূল্য প্রায় ২৫,০০০ টাকা), কলেজের পরিচয়পত্র এবং সঙ্গে থাকা নগদ অর্থ (প্রায় ৫,০০০ টাকা) ছিনিয়ে নেয়।
হামলার প্রত্যক্ষদর্শী হিসেবে এলাকায় তিনজন ব্যক্তি রয়েছেন, যাঁদের বিবরণ অভিযোগের সঙ্গে সংযুক্ত করা হচ্ছে। ঘটনার পর রিফাতের বাবা-মা ও নিকট আত্মীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান এবং দুই দিন চিকিৎসা শেষে বাড়ি ফিরলে থানায় অভিযোগ করার প্রস্তুতি নেন।
রিফাত বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবর আনুষ্ঠানিক অভিযোগ পত্র প্রস্তুত করা হয়েছে এবং দ্রুত জমা দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবার।
ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই এই ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের আইনের আওতায় আনার দাবি তুলেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ভোলায় শারদীয় দুর্গাপূজা পরিদর্শন, অনুদান ও শাড়ি বিতরণ করলেন বিএনপি আলহাজ্ব হাফিজ  ইব্রাহিম।

Share the post

Share the postমোঃরাশেদ খান ,ভোলা :শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নেতা আলহাজ্ব হাফিজ ইব্রাহিম দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। বুধবার (১ অক্টোবর) দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তিনি এসব এলাকায় পরিদর্শনকালে পূজামণ্ডপ কমিটি, সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও ভক্তদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনকালে তিনি ব্যক্তিগত অর্থায়নে […]

ভোলায় অসহায় মানুষের পাশে বাংলাদেশ কোস্ট গার্ড

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, প্রতিনিধি  ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নে অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত কইলাঘাট সরদার প্রাইমারি স্কুল প্রাঙ্গণে এ কার্যক্রম পরিচালিত হয়। মেডিকেল ক্যাম্পে  স্থানীয় ৩৮৫ জন অসহায়, দরিদ্র, দুস্থ ও শিশুরা চিকিৎসা গ্রহণ করেন এবং […]