বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে রাখালকে ধরতে গিয়ে আটক বিএসএফ সদস্য, কলাগাছের সাথে বেঁধে রাখলো গ্রামবাসী
আটককৃত বিএসএফ সদস্যের নাম শ্রী গনেশ। এ ঘটনায় আরেক বিএসএফ সদস্য পালিয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী, জনপ্রতিনিধি ও বিজিবি সূত্রে জানা যায়, ভোর সাড়ে চারদিকে সীমান্ত এলাকায় গরু চরাচ্ছিলেন কয়েকজন বাংলাদেশী রাখাল। এসময় জিরো লাইন অতিক্রম করে রাখালকে আটক করে ভারতের দিকে যাওয়ার সময় গ্রামবাসী ওই বিএসএফ সদস্যকে আটক করে এবং কলাগাছের সাথে বেঁধে রাখে। পরে তাকে বিজিবির হাতে তুলে দেয় স্থানীয়রা৷
স্থানীয় বাসিন্দা আরিফল ইসলাম বলেন, ভোরে গরু চরাচ্ছিলাম। হঠাৎ করেই বিএসএফ সদস্যরা আক্রমণাত্বক হয়ে বাংলাদেশে প্রবেশ করে। এক রাখালকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার সময় আমরা গ্রামবাসীক জানালে তাকে আটকে রেখে কলাগাছের সাথে বেঁধে রাখা হয়।
নারায়নপুর ইউনিয়ন পরিষদের সদস্য বেনজির আহমেদ মুঠোফোনে বলেন, বাংলাদেশের মধ্যে প্রবেশ করে রাখালদের ভয়ভীতি দেখানো ও জোরপূর্বক ধরে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা একজন বিএসএফ সদস্যকে আটক করে। পরে বিজিবির হাতে তুলে দেয়া হয়। সেই সীমান্তে কাঁটাতারের বেড়া না থাকায় জিরো লাইনের কাছাকাছি রাখালরা গরু চরাচ্ছিলেন বলে জানান তিনি।
৫৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু মুঠোফোনে জানান, স্থানীয়দের আটক করা বিএসএফ সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর করেছে। বর্তমানে আটককৃত বিএসএফ সদস্য বিজিবির হেফাজতে রয়েছে। বিএসএফের সাথে যোগাযোগ করা হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।