স্কুলের গেটে ঠিকাদারের তালা, পাঠদান ব্যাহত
তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:স্কুলের ভবনের পাশেই নির্মাণ কাজ হচ্ছে ওয়াশবক। গত দেড়মাস ধরে নির্মাণ কাজ করছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান তবে নির্মাণ শ্রমিকরা ওই স্কুল ভবনের সিড়ি ব্যবহার করতে স্কুলের প্রধান গেটের চাবি প্রধান শিক্ষকের কাছে চেয়েও না পেয়ে স্কুলের তালা ভেঙ্গে নতুন তালা লাগিয়েছে। এদিকে এ ঘটনার পর সকাল নয়টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত স্কুল এসেও মাঠে কেটেছে সারাদিন শিক্ষক-শিক্ষার্থীদের। স্কুলে করানো হয়নি কোন পাঠদান। আজ রবিবার (১ জুন) এমনই ঘটনা ঘটেছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
এ নিয়ে প্রধান শিক্ষক মাকসুদা আক্তার জানান, স্কুল চলাকালীন সময়ে ওয়াশবøক নির্মাণ কাজে স্কুল ভবনের সিড়ি ব্যবহার করতেন নির্মাণ শ্রমিকরা। তবে স্কুলছুটি শেষে প্রধান গেইটে তালা লাগিয়ে চলে যেতেন প্রধান শিক্ষক। গত বৃহস্পতিবার ছুটির পর চলে যাওয়ার সময় ঠিকাদারের শ্রমিকরা প্রধান গেটের চাবি চাইলে তিনি দিতে অপরগতা প্রকাশ করেন এবং বাড়িতে চলে যান। এরপর নির্মাণ শ্রমিকরা স্কুলের প্রধান গেটের তালা ভেঙে নিজেরা নিজেদের মোত কাজ শেষে দুটি তালা ঝুলিয়ে চলে যান। শুক্র-শনিবার দুইদিন ছুটি শেষে আজ রবিবার সকাল ৯ টায় শিক্ষক-শিক্ষার্থীরা স্কুলে আসলেও তালা বদ্ধের কারণে পাঠদান করাতে পারেনি।
তিনি আরও বলেন, আমি তাদের আগেই বলেছি স্কুল চলাকালীন সময়ে আমি সহযোগিতা করবো কিন্তু ছুটির পর খোলা রাখতে বা চাবি দিয়ে যেতে পারবোনা।
শ্রেনীশিক্ষক ও অভিভাবকর াজানান, সকাল থেকেই বাহিরে অপেক্ষা করছেন। স্কুলের তালা খুলে না দেওয়ায় পাঠদান হয়নি। শিক্ষকদের সাথে বাহিরে অপেক্ষা করছে শিক্ষার্থীরা।
এ ব্যাপারে ঠিকাদার টিটু মিয়ার কাছে জানতে চাইলে নতুন তালা লাগানোর বিষয়ে পেছনের ঘটনা বলতে রাজি নন তবে ঘটনাটি সমাধান হয়েছে দাবী করেন তিনি।
এ প্রসঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান মুঠোফোনে বলেন, ঘটনাটিতে পাঠদান ব্যাহত হয়েছে। তবে আমি ঘটনা জানতে পেরে ঠিকাদারের শ্রমিকদের দেওয়া তালা ভেঙে পাঠদান করানোর নির্দেশ দিয়েছি প্রধান শিক্ষককে। পরবর্তীতে বিষয়টি ইউএনও স্যারের কাছে চলে এসেছে এবং স্যার প্রধান শিক্ষক ও ঠিকাদারকে ডেকেছেন।