স্কুলের গেটে ঠিকাদারের তালা, পাঠদান ব্যাহত

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:স্কুলের ভবনের পাশেই নির্মাণ কাজ হচ্ছে ওয়াশবক। গত দেড়মাস ধরে নির্মাণ কাজ করছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান তবে নির্মাণ শ্রমিকরা ওই স্কুল ভবনের সিড়ি ব্যবহার করতে স্কুলের প্রধান গেটের চাবি প্রধান শিক্ষকের কাছে চেয়েও না পেয়ে স্কুলের তালা ভেঙ্গে নতুন তালা লাগিয়েছে। এদিকে এ ঘটনার পর সকাল নয়টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত স্কুল এসেও মাঠে কেটেছে সারাদিন শিক্ষক-শিক্ষার্থীদের। স্কুলে করানো হয়নি কোন পাঠদান। আজ রবিবার (১ জুন) এমনই ঘটনা ঘটেছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

এ নিয়ে প্রধান শিক্ষক মাকসুদা আক্তার জানান, স্কুল চলাকালীন সময়ে ওয়াশবøক নির্মাণ কাজে স্কুল ভবনের সিড়ি ব্যবহার করতেন নির্মাণ শ্রমিকরা। তবে স্কুলছুটি শেষে প্রধান গেইটে তালা লাগিয়ে চলে যেতেন প্রধান শিক্ষক। গত বৃহস্পতিবার ছুটির পর চলে যাওয়ার সময় ঠিকাদারের শ্রমিকরা প্রধান গেটের চাবি চাইলে তিনি দিতে অপরগতা প্রকাশ করেন এবং বাড়িতে চলে যান। এরপর নির্মাণ শ্রমিকরা স্কুলের প্রধান গেটের তালা ভেঙে নিজেরা নিজেদের মোত কাজ শেষে দুটি তালা ঝুলিয়ে চলে যান। শুক্র-শনিবার দুইদিন ছুটি শেষে আজ রবিবার সকাল ৯ টায় শিক্ষক-শিক্ষার্থীরা স্কুলে আসলেও তালা বদ্ধের কারণে পাঠদান করাতে পারেনি।

তিনি আরও বলেন, আমি তাদের আগেই বলেছি স্কুল চলাকালীন সময়ে আমি সহযোগিতা করবো কিন্তু ছুটির পর খোলা রাখতে বা চাবি দিয়ে যেতে পারবোনা।

শ্রেনীশিক্ষক ও অভিভাবকর াজানান, সকাল থেকেই বাহিরে অপেক্ষা করছেন। স্কুলের তালা খুলে না দেওয়ায় পাঠদান হয়নি। শিক্ষকদের সাথে বাহিরে অপেক্ষা করছে শিক্ষার্থীরা।

এ ব্যাপারে ঠিকাদার টিটু মিয়ার কাছে জানতে চাইলে নতুন তালা লাগানোর বিষয়ে পেছনের ঘটনা বলতে রাজি নন তবে ঘটনাটি সমাধান হয়েছে দাবী করেন তিনি।

এ প্রসঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান মুঠোফোনে বলেন, ঘটনাটিতে পাঠদান ব্যাহত হয়েছে। তবে আমি ঘটনা জানতে পেরে ঠিকাদারের শ্রমিকদের দেওয়া তালা ভেঙে পাঠদান করানোর নির্দেশ দিয়েছি প্রধান শিক্ষককে। পরবর্তীতে বিষয়টি ইউএনও স্যারের কাছে চলে এসেছে এবং স্যার প্রধান শিক্ষক ও ঠিকাদারকে ডেকেছেন।

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

আরো ৪৭ জনকে চোখ অপারেশনে পাঠালেন ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: ‘‘মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্য’’ এই প্রতিপাদ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়, জটিন ও কঠিন রোগে আক্রান্ত যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না, এমন অসহায় মানুষদের চিকিৎসা করানোর মানবিক উদ্যোগ নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। রবিবার (১০ আগস্ট) সকালে ৬ষ্ঠ […]

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দুর্গাপুরে মানববন্ধন

Share the post

Share the post তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবীতে নেত্রকোনার দুর্গাপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) বেলা ১২টায় দুর্গাপুর প্রেসক্লাবের উদ্যোগে পৌর শহরের প্রেসক্লাব মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।   ঘন্টাব্যাপি মানববন্ধনের সাংবাদিক নিরাপত্তা আইন বাস্তবায়নের দাবি তুলে প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. […]