নরসিংদীতে অস্ত্র-গুলিসহ কিশোর গ্যাংয়ের প্রধান গ্রেফতার 

Share the post
আশিকুর রহমান, নরসিংদী প্রতিনিধি :নরসিংদীর শিবপুরের কুখ্যাত সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের প্রধান মোহাম্মদ আলী হোসেন ওরফে আলী (২৮) কে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার  করেছে শিবপুর মডেল থানা পুলিশ।
শনিবার (৩১ মে) রাতে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত মোহাম্মদ আলী হোসেন ওরফে আলী শিবপুর উপজেলার ধানুয়া উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুর ছাত্তারের ছেলে।
এসময় তার কাছ থেকে ম্যাগজিনসহ একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড ৭.৬৫ মি.লি. গুলি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইনের নেতৃত্বে উপপরিদর্শক রেজাউল ও সাদেকের সমন্বয়ে গঠিত পুলিশের একটি দল ধানুয়া উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যায়ের প্রধান মোহাম্মদ আলীকে গ্রেফতার করেন। এসময় তার কোমরে গোঁজা অবস্থায় একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি সহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
ওসি মোহাম্মদ আফজাল হোসাইন জানান, গ্রেফতার হওয়া মোহাম্মদ আলী শিবপুরের অন্যতম শীর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যায়ের প্রধান। সে এলাকার উঠতি বয়সের কয়েকজন কিশোরকে নিয়ে একটি কিশোর গ্যাং তৈরি করে শিবপুর সহ আশপাশের এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, খুন সহ বিভিন্ন অপকর্ম করে বেড়াতো। তার বিরুদ্ধে থানায় ৬টি হত্যা ও হত্যা প্রচেষ্টার মামলা সহ অসংখ্য মামলা রয়েছে। এছাড়াও সে কন্ট্রাক কিলিংয়ের সাথে সরাসরি জড়িত ছিল বলেও তিনি জানান।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, নরসিংদী জেলাকে অপরাধ, সন্ত্রাসমুক্ত, অবৈধ অস্ত্র উদ্ধার এবং জনগণের জানমালের নিরাপত্তার নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বদাই সচেষ্ট। এরই ধারাবাহিকতায় ৬টি হত্যা ও হত্যা প্রচেষ্টা সহ একাধিক মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ আলী হোসেন ওরফে আলীকে অস্ত্র-গুলি সহ গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে। পুলিশের এধরনের সন্ত্রাস বিরোধী অভিযান নরসিংদীতে চলমান আছে এবং থাকবে বলে তিনি নিশ্চিত করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি আটক

Share the post

Share the postআশিকুর রহমান নরসিংদী :-নরসিংদীর রায়পুরায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারিকে আটক করেছে রায়পুরা থানা পুলিশ। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আদিল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন। আটককৃত গোলাম রাব্বি (২৫) ব্রাহ্মনবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার টংকি গ্রামের আব্দুল গফুর এর ছেলে। এসময় তার কাছ থেকে দুই […]

নরসিংদীতে লুন্ঠিত মালামালসহ ৭ ডাকাত গ্রেফতার 

Share the post

Share the postআশিকুর রহমান নরসিংদী :-নরসিংদী সদর উপজেলার মাধবদীতে ডাকাতির ঘটনায় লুন্ঠিত মালামাল সহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলেন, নরসিংদীর পলাশ উপজেলার তালতলী গ্রামের মৃত আলেক মিয়ার ছেলে কাজল মিয়া (৫০), একই উপজেলার কাজীরচর গ্রামের […]