হবিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ লাখ টাকার চোরাই পণ্য ও মাদক জব্দ

Share the post
স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে প্রায় ৫৩ লাখ ৭৭ হাজার ৭৮০ টাকা মূল্যের চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৫৫ ব্যাটালিয়ন। গত ২৪ ঘণ্টায় চুনারুঘাট, মাধবপুর ও শ্রীমঙ্গল উপজেলার সীমান্ত এলাকায় এসব অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার চিমটিবিল বিওপি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪৪ লাখ ৯১ হাজার ৭৮০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও আতশবাজি জব্দ করা হয়।
এছাড়াও চুনারুঘাটের গুইবিল বিওপি, মাধবপুরের রাজেন্দ্রপুর বিওপি, এবং শ্রীমঙ্গলের গুটিবাড়ি ও কাকমারাছড়া বিওপি এলাকায় পৃথক অভিযানে আরও ৮ লাখ ৮৬ হাজার টাকা মূল্যের ভারতীয় গাঁজা, চিনি, রাবার, সিএনজি ও মোটরসাইকেল জব্দ করা হয়।
বিশেষ করে গুইবিল ও রাজেন্দ্রপুর বিওপি এলাকায় বিজিবির টহল দল ৫১কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে, যার বাজারমূল্য প্রায় ১লাখ ৭৮ হাজার ৫০০ টাকা।
বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.তানজিলুর রহমান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও অপরাধ দমনে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি আরও জানান, চলতি মে মাসের ২৮ তারিখ পর্যন্ত ব্যাটালিয়নটি প্রায় ৫ কোটি ৭৭ লাখ ৭ হাজার ৬৭০ টাকা মূল্যের মাদক, অবৈধ মালামাল ও যানবাহন জব্দ করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

‎মাধবপুরে ট্রাকচাপায় কারখানা শ্রমিকের মৃত্যু

Share the post

Share the postস্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি : ‎হবিগঞ্জের মাধবপুরে ট্রাকচাপায় শচিন দাস পানিকা (৩০) নামে এক কারখানা শ্রমিক নিহত হয়েছেন। শনিবার(২৭সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ‎ ‎নিহত শচিন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কুরমা চা-বাগানের বাসিন্দা বালক দাস পানিকার ছেলে। তিনি কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। ‎ ‎এ ঘটনায় […]

‎নবীগঞ্জে ছিনতাইকৃত সিএনজিসহ এক যুবক আটক

Share the post

Share the post‎স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে ছিনতাইকৃত একটি সিএনজি অটোরিকশাসহ এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নবীগঞ্জ সদর ইউনিয়নের চৌশতপুর নজির সুপার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। ‎ ‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের সিএনজি চালক ‎মৃত […]