

আশিকুর রহমান, নরসিংদী :-নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনকে অপসারণ করে গণমাধ্যমে বিবৃতি প্রদান করেন তানযিমুল মাদারিসিল কওমিয়া নরসিংদী ও বাংলাদেশ খেলাফত আন্দোলন নরসিংদী।
বুধবার গণমাধ্যম তানযিনুল মাদারিসিল কওমিয়া নরসিংদীর মহাসচিব মাওলানা ইসমাইল নুরপুরী ও খেলাফত আন্দোলন নরসিংদী শাখার সভাপতি মাওলানা আব্দুন রব স্বাক্ষরিত পৃথক পৃথক বিবৃতি পাঠানো হয়।
বিবৃতিতে বলা হয়, নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিন বিগত কয়েক বছর যাবত কুরআন সুন্নাহ বিরোধী মতবাদ প্রচার করেন। তিনি কুরআন সুন্নাহ সমর্থিত রাস্ট্রীয় উত্তরাধিকার আইন বিরোধী মতবাদ প্রচারের জন্য নারী “অঙ্গন” নামে একটি সংগঠন করে সরল মনা মুসলমানদের ধর্মীয় বিশ্বাস বিনষ্ট করার অপচেষ্টা করে যাচ্ছেন। সাম্প্রতিক সময়ে নারী-পুরুষের সমতার নামে উত্তরাধিকার সম্পত্তিতে মহাগ্রন্থের কুরআনের বিধানকে অন্যায্য ও নারী অধিকার হরণকারী আখ্যা দিয়ে “হিস্যা” নামে একটি ম্যাগাজিন প্রকাশ করেন। তার কুরআন বিরোধী এই মন্তব্য সূরা “নিসা” র ১১ নম্বর আয়াতের বিরুদ্ধাচারণ ও স্পষ্ট নাস্তিকতার শামিল। ফলে নরসিংদী সরকারি কলেজ ও অন্যান্য কলেজের শিক্ষার্থী এবং সর্বসাধারণের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনকে ৪৮ ঘন্টার মধ্যে অপসারণ ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করলে তানযিমুল মাদারিসিল ও খেলাফত আন্দোলন কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে এবং যেকোনো পরিস্থিতির জন্য নরসিংদী সরকারি কলেজ কর্তৃপক্ষ ও প্রশাসন দায়ী থাকবে বলে বিবৃতিতে জানান।