ইবিতে ছাত্রশিবিরের আয়োজনে উদ্ভাবনী বিজ্ঞান উৎসব

Share the post
ইবি প্রতিনিধিঃকুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকশিত করার লক্ষ্যে তিন দিনব্যাপী ‘ইসমাইল আল জাযারি’ বিজ্ঞান উৎসব-২০২৫ আয়োজন করেছেন শাখা ছাত্রশিবির।
মঙ্গলবার (২০ মে) বিজ্ঞান উৎসবের অংশ হিসেবে বিজ্ঞান অলিম্পিয়াড, রোবটিক্স কিউব এবং স্টল ভিজিট কর্মসূচি রাখা হয়েছে। দুপুরে ইবনে সিনা ভবনের ১০২ নং রুম এবং ফলিত রসায়ন ভবনের ১৪০ নং রুমে বিশ্ববিদ্যালয় ক্যাটাগরির শিক্ষার্থী এবং ইবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে স্কুল পর্যায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান- প্রোগ্রামিং কনটেস্ট, প্রজেক্ট প্রদর্শনী, রুবিক্স কিউব প্রতিযোগিতা ও বিজ্ঞান অলিম্পিয়াড-সহ চারটি ক্যাটাগরিতে বিজ্ঞান উৎসব আয়োজিত হচ্ছে। এর মধ্যে প্রোগ্রামিং কনটেস্ট ও প্রজেক্ট প্রদর্শনীতে দলীয়ভাবে সর্বোচ্চ তিনজন করে এবং রুবিক্স কিউব প্রতিযোগিতা ও বিজ্ঞান অলিম্পিয়াডে এককভাবে অংশ নিতে হবে।
এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, “ছাত্রশিবির একটি আদর্শিক শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের মাঝে অনেক প্রতিভা আছে কিন্তু সেগুলো উদ্বুদ্ধ করার মতো লোক নেই। প্রতিভাবানদের জায়গা তৈরি করে দেওয়া হচ্ছে না। তাদেরকে দেশের মানুষ দেখুক; সরকার দেখুক; তাদেরকে উৎসাহ দিক। ছাত্রশিবির প্রতিভা বিকশিত করার এই উদ্যোগ নিয়েছে।”
উল্লেখ্য গতকাল (১৯ মে) প্রোগ্রামিং কনটেস্ট-এর মাধ্যমে এ বিজ্ঞান উৎসব শুরু উদ্বোধন করেন শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. মাহমুদুল হাসান। আগামীকাল (২১ মে) থাকছে প্রজেক্ট অ্যান্ড পোস্টার প্রেজেন্টেশন কর্মসূচি। বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ আয়োজন করা হয়। প্রতিযোগীদের মধ্যে প্রথম থেকে দশম স্থান অধিকারীদের বিশেষ পুরস্কার রাখা হয়েছে বলে জানান

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ইবির পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে জাফর-আরিফ

Share the post

Share the postইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিমালয় কন্যা জেলার শিক্ষার্থীদের নিয়ে গড়ে ওঠা সংগঠন পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২১ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ১১৬ নম্বর কক্ষে আয়োজিত ওরিয়েন্টেশন ও আলোচনা সভা শেষে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সর্বাধিক ভোট পেয়ে সভাপতি হিসেবে আইন ও ভূমি […]

হিন্দু-মুসলমান সবার ব্যক্তিক ও সামষ্টিক সত্তার ‘অভেদসুন্দর’ সাম্য সৃষ্টি করেছিলেন নজরুল- কবি আবদুল হাই শিকদার

Share the post

Share the postইবি প্রতিনিধি:দেশের বরেণ্য নজরুল গবেষক ও বাংলা দৈনিক যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার বলেছেন, “নজরুর চিন্তায়ও যেমন ছিলেন তার কর্মেও তেমনটি প্রতিফলন ঘটেছে। তার যে সর্বমানবিকতা বোধ অর্থাৎ নারী-পুরুষ, হিন্দু-মুসলমান সবার ব্যক্তিক ও সামষ্টিক সত্তার ‘অভেদসুন্দর’ সাম্য সৃষ্টি করেছিলেন সেটা বিশ্ব সাহিত্যে খুবই গৌরবের। তাইতো তিনি চিরসুন্দর সাম্যবাদী কবি, সাম্যবাদের কবি। মঙ্গলবার […]