উদীচী বরিশাল জেলা সংসদ এবং বরিশাল নাটকের উদ্যোগে ৫০টি কর্মহীন পরিবারকে সহায়তা প্রদান

Share the post

শাওন অরন্য

বরিশাল প্রতিনিধি।

আজ ০১ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১১টায় বরিশাল উদীচী ভবনে উদীচী বরিশাল জেলা সংসদ এবং বরিশাল নাটক এর উদ্যোগে কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক এস, এম অজিয়র রহমান। এছাড়াও খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উদীচীর সাবেক সভাপতি ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মানবেন্দ্র বটব্যাল, বরিশাল নাটকের সভাপতি ও বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, উদীচী কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাড. বিশ্বনাথ দাস মুনশী, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য ও বরিশাল নাটকের সাবেক সভাপতি আজমল হোসেন লাবু, উদীচী বরিশাল নাটকের সংগঠক সামসুদ্দিন কামাল, উদীচী বরিশালের সাধারণ সম্পাদক স্নেহাংশু কুমার বিশ্বাস, বরিশাল নাটকের সাবেক সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা সহ উদীচী ও বরিশাল নাটকের কর্মীরা। উদীচী বৈশাখী মেলা ও মঙ্গল শোভাযাত্রা সফল করার জন্য যে সকল মানুষ প্রতিবছর কাজ করে বিশেষ করে ঠেলাগাড়ি-ভ্যান চালক, ঢাকী, মাইকম্যান, বিদ্যুৎম্যান, ডেকোরেটরম্যান, ব্রজমোহন স্কুল ও জগদীশ সারস্বত বালিকা বিদ্যালয়ের নাইটগার্ডসহ ৫০ জন কর্মহীন মানুষকে এই সহায়তা প্রদান করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে মারা গেল খামারির ৬টি গরু

Share the post

Share the postমো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে একটি খামারের ৬টি গাভি গরুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আঙ্গারিয়া গ্রামের মো. নজরুল ইসলাম (৫৬) খামারে এ ঘটনা ঘটে। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা হবে বলে জানান গরুর মালিক। এ ছাড়া খামারটির আরও […]

বরিশাল বোর্ডে সেরা ঝালকাঠি জেলা ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা এবারও শীর্ষে

Share the post

Share the postমো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় গড় পাসের হারে সবার শীর্ষে রয়েছে ঝালকাঠি জেলা। এ জেলায় মোট পাসের হার ৮৫ দশমিক ৯৫। দ্বিতীয় অবস্থানে থাকা ভোলা জেলার পাসের হার ৮৪ দশমিক ৩৬। আর গত বছর দ্বিতীয় স্থানে থাকা বরিশাল জেলা ৮৩ দশমিক ৯৪ […]