উদীচী বরিশাল জেলা সংসদ এবং বরিশাল নাটকের উদ্যোগে ৫০টি কর্মহীন পরিবারকে সহায়তা প্রদান
শাওন অরন্য
বরিশাল প্রতিনিধি।
আজ ০১ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১১টায় বরিশাল উদীচী ভবনে উদীচী বরিশাল জেলা সংসদ এবং বরিশাল নাটক এর উদ্যোগে কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক এস, এম অজিয়র রহমান। এছাড়াও খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উদীচীর সাবেক সভাপতি ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মানবেন্দ্র বটব্যাল, বরিশাল নাটকের সভাপতি ও বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, উদীচী কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাড. বিশ্বনাথ দাস মুনশী, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য ও বরিশাল নাটকের সাবেক সভাপতি আজমল হোসেন লাবু, উদীচী বরিশাল নাটকের সংগঠক সামসুদ্দিন কামাল, উদীচী বরিশালের সাধারণ সম্পাদক স্নেহাংশু কুমার বিশ্বাস, বরিশাল নাটকের সাবেক সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা সহ উদীচী ও বরিশাল নাটকের কর্মীরা। উদীচী বৈশাখী মেলা ও মঙ্গল শোভাযাত্রা সফল করার জন্য যে সকল মানুষ প্রতিবছর কাজ করে বিশেষ করে ঠেলাগাড়ি-ভ্যান চালক, ঢাকী, মাইকম্যান, বিদ্যুৎম্যান, ডেকোরেটরম্যান, ব্রজমোহন স্কুল ও জগদীশ সারস্বত বালিকা বিদ্যালয়ের নাইটগার্ডসহ ৫০ জন কর্মহীন মানুষকে এই সহায়তা প্রদান করা হয়।
