ববি’র সাবেক রেজিস্ট্রার মনিরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুদকের চিঠি

Share the post
আব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি : বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই অভিযোগের তদন্তের জন্য প্রয়োজনীয় তথ্য ও রেকর্ডপত্র চেয়ে গত ৩০ এপ্রিল  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে একটি চিঠি পাঠিয়েছে সংস্থাটি।
দুদক বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল কাইয়ুম হাওলাদারের স্বাক্ষরিত চিঠিতে মনিরুল ইসলামের রেজিস্ট্রার থাকাকালীন সময়ের বিভিন্ন অনিয়মের অভিযোগ অনুসন্ধানের জন্য একজন কর্মকর্তাকে নিয়োগের কথা উল্লেখ করা হয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ নথি সরবরাহের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করা হয়েছে।
দুদকের পক্ষ থেকে যেসব রেকর্ডপত্র চাওয়া হয়েছে, সেগুলো হলো:
১. ২০১৫ সালের ১৫ ডিসেম্বর তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে রেজিস্ট্রার পদে নিয়োগের যাবতীয় কাগজপত্র। এর মধ্যে রয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি, প্রার্থীদের তালিকা (সামারি সিট), সিলেকশন বোর্ডের সুপারিশ ও প্রতিবেদন এবং প্রার্থীদের দাখিল করা অন্যান্য প্রাসঙ্গিক নথি।
২. রেজিস্ট্রার মনিরুল ইসলামের কার্যকালে সেকশন অফিসার, কম্পিউটার অপারেটর, এমএলএসএস ও গার্ডেনার পদে নিয়োগ সংক্রান্ত সকল প্রকার রেকর্ডপত্র।
৩. বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মহোদয়ের গাড়ি ব্যবহারের রেজিস্টার বা লগ বই।
৪. ২০১৮ সালে রেজিস্ট্রার মনিরুল ইসলামের বিরুদ্ধে উত্থাপিত যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটির প্রতিবেদন।
দুদকের চিঠিতে এই সকল রেকর্ডপত্র গত ১২ মে, ২০২৫ তারিখের মধ্যে তাদের কার্যালয়ে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

তালায় তিন লক্ষ টাকার ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুরু

Share the post

Share the postসৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : মাদককে না বলুন, খেলার মাঠে ফিরে আসুন এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় ছায়াবীথি সংগঠনের উদ্যোগে তিন লক্ষ টাকার ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটুর সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা […]

ইবিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপনে বর্ণিল আয়োজন

Share the post

Share the postইবি প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নানা আয়োজন করেছেন পূজা উদযাপন পরিষদ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে আগামীকাল (১৬ আগস্ট) শনিবার বিশ্ববিদ্যালয়ের থানা সংলগ্ন সবুজ চত্বরে দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দিনের কর্মসূচির মধ্যে রয়েছে- শ্রীমদ্ভাগবত পাঠ, ভজন কীর্তন, ভোগ আরতি, মহাপ্রসাদ […]