নতুন সম্ভাবনার পথে মাভাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের ‘দ্য গ্র্যান্ড প্যাসেজ-২০২৫’

Share the post

মো. নজমুল হাসান ভূঁইয়া, মাভাবিপ্রবি প্রতিনিধি:মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ক্যারিয়ার ক্লাবের নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান ‘The Grand Passage-২০২৫’।শনিবার (২৬ এপ্রিল) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবাগত সদস্যদের উষ্ণ অভ্যর্থনা এবং বিদায়ী কমিটির সদস্যদের সম্মাননা জানানোর মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক আবদুল হালিম ক্লাবের গতিশীল কার্যক্রমের প্রশংসা করে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে আরও উদ্যমী ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে ‘Management Trainee’ ইন্টার্নশিপ প্রোগ্রামের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। পাশাপাশি বিদায়ী কমিটির সদস্যদের বিদায় সংবর্ধনা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

প্রথমবারের মতো উন্মোচন করা হয় ক্লাবের নিজস্ব মাসকট ‘ক্যারিয়ন দ্য লিডার’, যা নেতৃত্ব ও অনুপ্রেরণার প্রতীক হিসেবে ক্যারিয়ার সচেতনতার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আয়োজকরা জানান। একইসঙ্গে উদ্বোধন করা হয় ক্লাবের নিজস্ব ওয়েবসাইট, যেখানে নিয়মিতভাবে ক্যারিয়ার–সম্পর্কিত দিকনির্দেশনামূলক কনটেন্ট প্রকাশ করা হবে।

ক্লাবের সভাপতি তাহমিদ আলিফ বলেন, “The Grand Passage শুধু একটি অনুষ্ঠান নয়, এটি এক প্রজন্মের দায়িত্ব গ্রহণের সাক্ষী।” তার সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শেষ হয়।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়, যেখানে নাচ, গান, গজল ও কবিতা আবৃত্তি পরিবেশিত হয়।

এই আয়োজনের মাধ্যমে মাভাবিপ্রবি ক্যারিয়ার ক্লাব আবারও প্রমাণ করেছে, তারা শুধু একটি সংগঠন নয়— ক্যারিয়ার সচেতনতা, নেতৃত্ব এবং সৃজনশীলতার নির্ভরযোগ্য পথপ্রদর্শক।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

“সফলতা আসবেই, শুধু চেষ্টা করো”— ফরহাদ হোসেন

Share the post

Share the postমো. নাজমুল হাসান ভূঁইয়া, মাভাবিপ্রবি প্রতিনিধি:মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের টেক্সটাইল ক্লাবের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডলাইন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সেমিনার কক্ষে এ সেমিনার আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজিম আখন্দ। সভাপতিত্ব […]

মাভাবিপ্রবিতে ‘মার্চ ফর মাকসু’ কর্মসূচি পালন

Share the post

Share the post মো. নাজমুল হাসান ভূঁইয়া, মাভাবিপ্রবি প্রতিনিধি:মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (২১ জুলাই) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজিম আখন্দ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। […]