এমন নেতা চেয়েছিলো ফটিকছড়ির মানুষ।
মোজাম্মেল আনোয়ার: গরীব দুঃখী মানুষের পরম বন্ধু ফটিকছড়ি উপজেলার চেয়ারম্যান হোসাইন মোঃ আবু তৈয়ব করোনা ভাইরাস মোকাবেলার জন্য গরীব দুঃখীদের পাশে দাড়িয়েছেন। যখন সারা বিশ্ব লক ডাউনে, তখন তিনি ফটিকছড়ির নিম্ন আয়ের মানুষের পাশে দাড়িয়ে ডোর টু ডোর নিজ কাঁধে করে হোম ডেলিভারির মাধ্যমে খাবার ঘরে পৌছিয়ে দিয়েছেন। তাছাড়াও তিনি বলেন, ” ডোর টু ডোর নিজ কাঁধে করে হোম ডেলিভারির মাধ্যমে খাবার আপনাদেরই ঘরে পৌছিয়ে দিব।ঘরে থাকুন।ভোটের সময় যেমন আপনাদের ঘরে ঘরে গিয়েছি প্রধানমন্ত্রীর নির্দেশে,আজ খাবার নিয়েও আপনাদের ঘরে ঘরে যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর।” তাছাড়াও সেখানে উপস্থিত ছলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিনসহ প্রমুখ।
