গুচ্ছের “সি” ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার; প্রস্তুত ইসলামী বিশ্ববিদ্যালয়

Share the post
মিজানুর রহমান, ইবি প্রতিনিধি:গুচ্ছভু্ক্ত (সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি) বিশ্ববিদ্যালয় সমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা গ্রহণে প্রস্তুত কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্র। এদিন দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত হবে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটে পরীক্ষায় অংশগ্রহণ করবে মোট ১৩১০ জন শিক্ষার্থী। পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন এবং রবীন্দ্র-নজরুল কলা ভবনে। পরীক্ষার্থীরা সকাল ১০টা থেকে কেন্দ্রে প্রবেশ করতে পারবে বলেও জানা যায়। পুরো পরীক্ষার বিষয়াদি মনিটরিং করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
ভর্তি পরীক্ষা শৃঙ্খলা কমিটি জানান, ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষার দিন সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কাজ করবে প্রক্টরিয়াল বডির পাশাপাশি ৬ স্তরের নিরাপত্তা ও শৃঙ্খলা বাহিনী। এরমধ্যে থাকছেন বিএনসিসি ও রোভার স্কাউট সদস্য, আনসার সদস্য, পুলিশ ও ট্রাফিক পুলিশ, স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী র‍্যাব ও ভ্রাম্যমাণ আদালত।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ভর্তি পরীক্ষার শৃঙ্খলা রক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শাহীনুজ্জামান জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। পাশাপাশি সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। মেডিকেল টিম সহ অন্যান্য সেবামূলক টিম সার্বক্ষণিক মনিটরিং করবেন।
তিনি আরও বলেন, “পরীক্ষার্থীদের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি । আশা করছি কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে।”
গুচ্ছ পদ্ধতির আওতায় ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রের এ পরীক্ষা ঘিরে ক্যাম্পাসে বিরাজ করছে বাড়তি নিরাপত্তা ও সতর্কতা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ইবিতে হিন্দু ধর্ম অবমাননার অভিযোগে চার সদস্যের তদন্ত কমিটি

Share the post

Share the postইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ গীতা ও শ্রীকৃষ্ণ সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যের অভিযোগের ভিত্তিতে তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর নির্দেশে গঠিত এই কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে অভিযোগের পেছনের প্রকৃত তথ্য-উপাত্ত সংগ্রহ করে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। […]

সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ সমাবেশ

Share the post

Share the post ইবি প্রতিনিধি:গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে কুপিয়ে গলা কেটে হত্যার ঘটনায় প্রতিবাদে ফুঁসে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত গভীরেও থেমে থাকেনি শিক্ষার্থীদের ক্ষোভের আগুন। মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে […]