নিজের পকেটের টাকা খরচ করে নিজ হাতে মাস্ক বানিয়ে গ্রামের বৃদ্ধ মানুষের বাড়ি গিয়ে দিয়ে আসছেন নিজেই
নিজস্ব প্রতিবেদকঃ মানুষটির নাম “খালেদ রহমান কচি”। পেশা একজন নিম্ন আয়ের ব্যাবসায়ী। যশোরের বাঘারপাড়ার ক্ষেত্রপালা গ্রামের বাসিন্দা তিনি। সীমিত আয় নিয়েই করোনার সাথে যুদ্ধ করে চলেছেন মানুষটি। হয়ত ৫০, ১০০ টাকায় মাস্ক কিনে দেওয়ার সামর্থ নেই তার । তবুও আছে বুক ভরা উদারতা আর মানুষের প্রতি ভালোবাসা। তাই নিজের পকেটের টাকা দিয়ে কিনেছেন ইলাস্টিক ও শপিং ব্যাগ । ঘরে বসে বানিয়ে চলেছেন কয়েকশো মাস্ক। সেগুলা আবার জীবানু মুক্ত করতে ডেটল দিয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিচ্ছেন। সেই মাস্কগুলা গ্রামের বৃদ্ধ মানুষের বাড়ি গিয়ে বিনামূল্যে দিয়ে আসছেন নিজেই। তার বাবা ছিলেন একাত্তরে যশোর থেকে প্রকাশিত “সাপ্তাহিক মাতৃভূমি” পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুস সালাম। করেছেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। এই পত্রিকার মাধ্যমেই ১৯৭১ সালের ২৩ মার্চ প্রথম স্বাধীনতার ঘোষনার সংবাদ ছাপা হয়েছিল। যদিও মুক্তিযুদ্ধ পরিচয় কাজে লাগিয়ে আর দশটা পরিবারের মত তারা ভাগ্য বদলাতে পারেনি।