করোনা প্রতিরোধে নিজ নিজ বাড়ি ঘরের পাশাপাশি এলাকাতেও জীবাণু নাশক স্প্রে ছিটালো হেমসেন লেইন (কিশোর-সংঘ)
অস্মিত চক্রবর্তী অমিতঃএই কার্যক্রম দৈনিক সকাল বিকাল দুইবার চলবে। ধন্যবাদ শৈবাল দাশ সুমন দাদা সার্বিক সহযোগিতার জন্য। এবং আমাদের এলাকার সেই সব মানুষের জন্য ‘কিশোর-সংঘ’ সাহায্যের হাত বাড়াবে যারা শত কষ্টের পরেও মুখ ফুটে কারো কাছে সাহায্য চাইতে পারেন না। হেমসেন লেইন এলাকায় আপনি/আপনারা নিজ নিজ প্রতিবেশীদের সাহায্যে এগিয়ে আসুন,অপারগ হলে আমাদের সাথে যোগাযোগ করুন,আমরা সর্বোচ্চ চেষ্টা করবো উনাদের মুখে হাসি ফোটাতে।