ভোলায় গ্যাস, মেডিকেল কলেজ ও সেতুর দাবিতে সর্বস্তরের মানুষের সমাবেশ

Share the post

মোঃ সামিরুজ্জামান , ভোলা প্রতিনিধি : ভোলার গ্যাস ভোলায় ব্যবহার, সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন এবং ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ এপ্রিল) সকালে ভোলা শহরের বাংলা স্কুল মাঠে সামাজিক সংগঠন ‘আগামীর ভোলা’র ব্যানারে এই সমাবেশের আয়োজন করা হয়।

ভোলার ২০ লাখ মানুষের প্রাণের এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ।  তবে দীর্ঘদিনেও এই দাবিগুলো পূরণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভোলার জনগণ। তারা দ্রুত সময়ের মধ্যে এই দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন ‘আগামীর ভোলা’ সংগঠনের মুখপাত্র মীর জসিম উদ্দিন।
বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, জাতীয় পার্টির সভাপতি আমিরুল ইসলাম রতন, সেক্রেটারি মোতাসিন বিল্লাহ, পৌর জামায়াত সভাপতি জামাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সেক্রেটারি আতিকুর রহমান, নারী নেত্রী অধ্যক্ষ খালেদা খানম, ব-দ্বীপ ফোরামের সভাপতি ও মুখ্য সংগঠক মীর মোশারফ অমি, তালহা তালুকদার বাঁধনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখযোগ্য যে, প্রায় তিন দশক আগে ভোলায় তিনটি গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হলেও আজও স্থানীয় জনগণ এই গ্যাসের সুবিধা থেকে বঞ্চিত। অপরদিকে, মেডিকেল কলেজ ও আধুনিক হাসপাতাল না থাকায় উন্নত চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত ভোলার মানুষ। এছাড়া, দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে সহজ সড়ক যোগাযোগ নিশ্চিত করতে বহুদিন ধরেই ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন এখানকার মানুষ।

এই তিনটি দাবি পূরণ না হলে অচিরেই সচিবালয় ঘেরাওসহ বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান আয়োজকরা। সমাবেশ শুরুর আগে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন সর্বস্তরের মানুষ। পরে একটি বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

‎নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

Share the post

Share the post স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম জাহিদপুর গ্রামের তানভীর আহমেদ (৩০) নামে এক যুবক নিজ রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি মৃত সিরাজ মিয়ার পুত্র। ‎স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার রাতের দিকে তানভীর নিজের রুমে ঘুমাতে যান। শনিবার সকাল ৯টার দিকে রুমের দরজা না খোলায় পরিবারের সদস্যরা […]

খালেদা জিয়ার ৮১ তম জন্মবার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে দোয়া অনুষ্ঠিত

Share the post

Share the postইয়াসিন আরাফাত ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর শাখা যুবদলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে চাঁপাইনবাবঞ্জে। এ উপলক্ষে শনিবার বিকালে জেলা শহরের ফুড অফিস মোড়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ পৌর যুবদলের […]