রাজাপুরের গালুয়ায় যুবদলের আলোচনা সভা অনুষ্ঠিত

Share the post
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) বিকেলে গালুয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ পারভেজ এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক মো. আসাদুজ্জামান পনির। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।
প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম জামাল বলেন, “বর্তমান সরকারের স্বৈরাচারী দুঃশাসনের বিরুদ্ধে যুব সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশ আজ ক্রান্তিকাল অতিক্রম করছে। এই সময় যুবদলকে রাজপথে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। দলের আদর্শ বুকে ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে।” তিনি আরও বলেন, “যুবদল হচ্ছে বিএনপির প্রাণশক্তি। আগামী দিনের আন্দোলন-সংগ্রামে যুবদলের নেতাকর্মীদের সাহসিক ভূমিকা জাতি প্রত্যাশা করে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টু। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রাজাপুর উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ নাজমুল হক। এছাড়া ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদলের বিভিন্ন নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

কাঁঠালিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল, খুনি হাসিনার ফাঁসি ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবি

Share the post

Share the post মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৪টায় উপজেলা সদর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বাজার, উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে কাঁঠালিয়া সদর ইউনিয়ন পরিষদে গিয়ে এ কর্মসূচি শেষ হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে ছাত্রদল কেন্দ্রীয় […]

ঝালকাঠিতে ১৬ আইনজীবীর সদস্যপদ বাতিল, বিতর্কে সমিতি

Share the post

Share the postমো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সম্পাদকসহ আওয়ামীপন্থী ১৬ জন আইনজীবীর সদস্যপদ বাতিল করেছে জেলা আইনজীবী সমিতি। তবে বিতর্কিত আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এবং ব্যারিস্টার শাহজাহান ওমরের সদস্যপদ বহাল থাকায় সমিতির কার্যনির্বাহী কমিটি সমালোচনার মুখে পড়েছে। জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহাদাৎ […]