উস্তাদ জাকির হোসেন এর স্মরণে শ্রুতিঅঙ্গনের এয়োদশ জাতীয় উচ্চাঙ্গসংগীত সম্মিলন

Share the post
নিজস্ব প্রতিবেদক,চট্রগ্রাম :সুস্থসংস্কৃতি চর্চার মাধ্যমে সাংস্কৃতিক ও মনোজাগতিক মুক্তি অর্জিত হয় এবং বুদ্ধিবৃত্তিক সমাজ বিনির্মানে শাস্ত্রীয়সংগীত বা শুদ্ধসংগীত চর্চা অত্যন্ত জরুরী। গত ১০ এপ্রিল বিকেল ৫টায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে  এয়োদশ জাতীয় উচ্চাঙ্গসংগীত সম্মিলনের আয়োজন করে শ্রুতিঅঙ্গন। পার্থ প্রতিম মহাজন ও মৌসুমী সেন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন শ্রুতিঅঙ্গনের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রশিক্ষক শিল্পী লিটন দাশ। উদ্বোধকের বক্তব্যে খ্যাতিমান বংশীবাদক উস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম বলেন,  মানবিক গুণাবলী বিকাশে এবং সুস্থ মানসিকতা সম্পন্ন নতুন প্রজন্ম তৈরি করতে শুদ্ধসংগীত চর্চা এবং বিওবান ও সরকারের পৃষ্ঠপোষকতা অতীব প্রয়োজন। শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের নব নিযুক্ত সভাপতি সুজিত ভট্টাচার্য দোলন বিগত বছর সংগঠনের প্রয়াত সভাপতি ড. জীবন চন্দ্র পাল, লায়ন প্রফুল্ল রঞ্জন সিংহ, আজীবন সদস্য কবিয়াল অশ্বিনী দাশ, ডা. সন্দীপন দাশ ও পূর্বের সভাপতি প্রফেসর বেনু কুমার দে মহোদয়ের সংগঠনে অবদানের কথা তুলে ধরেন এবং সকলের সহযোগিতা কামনা করেন। বিশেষ অতিথির বক্তব্যে  ব্যবসায়ী ও সংগীত শিল্পী রিয়াজ ওয়ায়েজ বলেন, সকল শুদ্ধসংগীত চর্চারত প্রতিষ্ঠান ও সংগঠনগুলোকে সকলের সু-সহযোগিতায় বাঁচিয়ে রাখতে পারলে সমাজ ও দেশ সমৃদ্ধ  হবে এবং মানবিক গুণসম্পন্ন ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হবে। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন,  সহ-সভাপতি রফিকুল ইসলাম। ২য় পর্বের শুরুতে মঙ্গলদ্বীপ প্রজ্জ্বলন এবং  সংগীতজ্ঞ আজাদ রহমানের রচনায় এবং লিটন দাশের সংগীতায়জনে সম্মেলক সংগীত ভৈরবরাগে, “ভোর হলো ওঠোরে পাখি গান গায় ফুলকলি বাতাসে সুভাষ ছড়ায়, কিরোয়ানী রাগে, “কর্ম সাধনায় হও মনযোগী উদার হৃদয়ে হও জ্ঞান ভোগী, পন্ডিত ড. স্বর্নময় চক্রবর্তীর রচনায় ইমন রাগে তারানা এবং লিটন দাশের রচনায় মিশ্র কিরোয়ানী রাগে স্বরমালা পরিবেশন করেন শ্রুতিঅঙ্গনের শিল্পীবৃন্দ। তবলায়:অমর্ত্য চক্রবর্তী। এরপর মিয়াকী মল্লার রাগে ধ্রুপদ পরিবেশন করেন প্রণিতা দেব, পাখোয়াজে ত্রিদীপ কুমার বৈদ্য। তাদের পরিবেশনা দর্শক মনোযোগ সহকারে শোনেন। ভূপালী রাগে বিলম্বিত একতাল ও ত্রিতাল খেয়াল পরিবেশনরত সম্ভাবনাময় কিশোরী শিল্পী মনস্বিতা চৌধুরী, তাকে তবলায় সহযোগিতা করেন, অমর্ত্য চক্রবর্তী। তানপুরায় সহযোগিতা করেন, রাজু তালুকদার এবং নিপা দত্ত। তার পরিবেশনায় দর্শকে পিনপতন নিরবতা নেমে আসে এবং নিয়মিত রেওয়াজের ছাপ পাওয়া যায়। হারমোনিয়ামে সহযোগিতা করেন তারই সংগীতগুরু শিল্পী  লিটন দাশ। এরপর সমবেত উচ্চাঙ্গনৃত্য” ভরতনাট্যম “ পরিবেশন করেন সুরাঙ্গন বিদ্যাপিঠ ডান্স একাডেমির ছাত্র-ছাত্রী বৃন্দ। পরিচালনায়  ছিলেন নৃত্যশিল্পী হিল্লোল দাশ সুমন। তাদের পরিবেশনায় হলভত্তি দর্শক মুহুর্মুহু করতালির  মাধ্যমে শিল্পীদের উৎসাহিত করেন। চারুকেশী রাগে যন্ত্রসংগীত সারেঙ্গী পরিবেশন করেন ঢাকার শিল্পী শৌণক দেবনাথ ঋক, তাকে তবলায় সহযোগিতা করেন,অমর্ত্য চক্রবর্তী এবং প্রাত দাশ। শিল্পীর পরিবেশনা উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করেন। সমবেত তবলা লহড়া পরিবেশন করেন ‘রেওয়াজের’ ছাত্রছাত্রীবৃন্দ। পরিচালনায় পন্ডিত সুদীপ সেনগুপ্ত। তবলা লহরা পরিবেশনা খুবই পরিছন্ন ছিলো যারফলে শ্রোতারা আনন্দে আত্মহারা হয়ে পরেন। এরপর মঞ্চে আসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রধান  প্রফেসর ড. অসিত রায় তিনি বিলম্বিত একতাল ও ত্রিতালে কলাবতী রাগে খেয়াল, তারানা, ঝোর,ঝালা, পরিবেশন করেন। তবলায়ঃ সুমন মজুমদার। হারমোনিয়ামেঃ লিটন দাশ। তাঁর পরিবেশনা এতোই উচ্চমার্গীয় ছিলো যে কিছুক্ষণ পর পর দর্শকশ্রোতারা করতালির বন্যায় আনন্দে ভাসছিলেন। তারপর সবশেষ  সমবেত পটদীপ রাগে খেয়াল  পরিবেশন করেন কলাবন্তী সংগীত একাডেমির ছাত্রছাত্রীবৃন্দ। পরিচালনায়  মিতালী রায়। এত সুন্দর আয়োজনের জন্য দর্শক শ্রুতিঅঙ্গনের ভূয়সী প্রশংসা করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নবীনগরে অস্ত্রসহ একজন আটক

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশেষ অভিযানে দেশীয় তৈরি একটি দুইনলা বন্দুকসহ এক যুবককে আটক করেছে নবীনগর থানা পুলিশ। বৃহস্পতিবার ২ অক্টোবর ভোরে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের সাহেবনগর এলাকায় এ অভিযান চালানো হয়। পুলিশ জানায়, ভোর ৪ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত নবীনগর থানার ওসি শাহীনূর ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। […]

নবীনগরে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু

Share the post

Share the postমাহমুদুল হাসান, স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিষাক্ত ভিমরুলের কামড়ে ৪ বছরের শিশু তামিমের মৃত্যু হয়েছে। শিশু তামিম উপজেলার শিবপুর ইউনিয়নের মেহেরুল ইসলামের পুত্র। পরিবারের সদস্যরা জানান, বুধবার সকালে শিশু তামিমকে ভিমরুলে কামড়ালে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফার্মেসিতে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে দুপুর ২ টার দিকে তাকে নবীনগর উপজেলা স্বাস্থ্য […]