মধ্যে রাতে সন্দ্বীপে হঠাৎ করোনা ভাইরাস প্রতিরোধে গুজব
জামসেদ আলম (সন্দ্বীপ প্রতিনিধি): বিশ্বায়নের যুগে যখন গোটা পৃথিবী হাতের মুঠোয় তখনি সর্বত্র তথ্যের ছড়াছড়ি।ধরনী চলছে “ডিজিটাইজেশনে” তথা অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে। অবাধ তথ্য প্রবাহ সত্য -মিথ্যার যাচাই সহজ করে দিয়েছে ঠিক।কিন্তু মাঝে মাঝে ভুল তথ্যের কারনে এর প্রবাহ মারাত্মক ব্যধিতে পরিণত হয়।জাকে সাধারণ ভাষায় আমরা গুজব বলে আখ্যায়িত করে থাকি।যা গত মধ্যে রাতে সন্দ্বীপের সর্বত্র করোনা প্রতিরোধে”চিনি ছাড়া রং চা খাওয়া,ফেনীতে শিশু কন্যার কথা,সন্দ্বীপে ১২০লোক করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া,কুমিল্লায় পাথর পড়া সহ ইত্যাদি ভুল তথ্যে বা গুজব রটিয়ে সন্দ্বীপের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।এটি ছড়িয়ে পড়ার পর সন্দ্বীপ পৌরসভা সহ প্রায় এলাকার মানুষ রোডে দল বেঁধে জিকিরে মগ্ন হতে থাকে।গুজব সম্পর্কে সন্দ্বীপের নের্তৃবৃন্দ ও সুশীল সমাজ বিরক্ত প্রকাশ করে বলেন–ধর্মকে যারা অস্ত্র বানিয়ে এতরাতে গুজব রটিয়ে ব্যবহার করতে চাই, প্রশাসনের উচিত তাদের কে আইনের আওতায় নিয়ে আসা এবং গুজব রোধে সরকারকে আরো নজরদারি বাড়ানো।না হয় অদূর ভবিষ্যতে সরকারকে কঠিন পরিস্থিতি মোকাবেলা সহ প্রাণহানীর ঘটনাও ঘটে যেতে পারে।