মাগুরার শ্রীপুরে ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটলো এলাকাবাসীর

Share the post
জিল্লুর রহমান সাগর  মাগুরা প্রতিনিধি : 
শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত রাত ঘড়িতে যখন রাত প্রায় ১০ টা। হঠাৎ শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুন্সি রেজাউল করিম সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোষ্ট করেন। সেখানে তিনি লিখেন, শ্রীপুর উপজেলার সকলের আবগতির জন্য জানানো যাচ্ছে যে একটি মাধ্যম থেকে জানা গেল যে ঢাকা থেকে ৩/৪ টা ডাকাত টিম শ্রীপুর অবস্থান করছে। সকলকে সর্তক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। যেকোন মুহুর্তে যে কোন সমস্যা অনুধাবন করলে সকলে সম্মিলিতভাবে এই ডাকাত বাহিনীর মোকাবেলা করার অনুরোধ জানাচ্ছি। সাথে সকল মসজিদের মাইক থেকে এলার্ম দিয়ার জন্য অনুরোধ করছি। পরে স্বপ্নচূড়া জিল্লু, সাংবাদিক মহসিন মোল্যার ফেসবুকে পোস্টের পর মুহুর্তেই বিষয়টি ভাইরাল হয়৷ বিষয়টি নিশ্চিত হয়ে শ্রীপুর থানা অফিসার ইনচার্জ মো. ইদ্রিস আলী উপজেলাবাসীকে সতর্কবার্তা দেন। এবং সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান।
এ ঘটনায় রাতেই উপজেলার প্রতিটি পাড়া মহল্লায় শুরু হয় চিৎকার চেঁচামেচি। মসজিদে মসজিদে শুরু হয় মাইকিং। একদল ডাকাত শ্রীপুর উপজেলায় প্রবেশের সংবাদে মানুষের মধ্যে আতঙ্ক শুরু হয়।
ডাকাত আতঙ্কে স্থানীয় লোকজন লাটি সোটা, দেশীয় অস্ত্রসহ পাহাড়া বসায় রাস্তার মোড়ে মোড়ে, বাড়ির সামনে এবং বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের সামনে। তবে সবাই ডাকাত আতঙ্কে ছোটাছুটি করলেও তারা জানেন না কোথায় বা কোন অঞ্চলে ডাকাত প্রবেশ করেছে। ফেসবুক আর মসজিদের মাইকিং শুনে সবাই ঘর থেকে সবাই রাস্তায় বেরিয়ে। তৎক্ষনিক এলাকা পাহাড়া দেওয়াসহ ছোটাছুটির বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। উপজেলাবাসীর সাথে শ্রীপুর উপজেলা প্রশাসন ছিল সর্বোচ্চ সর্তকতায়। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর টহল ছিল চোঁখে পড়ার মত।
এ বিষয়ে মাহাফুজুর রহমান নামে এক ব্যক্তি বলেন, আমরা খাওয়া-দাওয়া শেষে বিছানায় শুয়ে পড়ে ছিলাম হঠাৎ মসজিদের মাইকিংসহ এলাকাবাসীর কাছে শুনি ডাকাইত শ্রীপুরে আইছে, ডাকাইত আইছে, একথা শোনার পরে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। পরে বাহিরে বের হলে স্থানীয় লোকজনের ছোটাছুটি ছাড়া আর কিছুই দেখিনি।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সূত্রের মাধ্যমে তারা জানতে পারেন শ্রীপুর উপজেলার পাশ্ববর্তী ফরিদপুর, পাংশা, রাজবাড়ি, শৈলকূপা উপজেলার কিছু দুষ্কৃতিকারী সংঘবদ্ধ হয়ে শ্রীপুরের বিভিন্ন এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। ফলে এলাকায় জনসাধারণের সজাগ থাকার লক্ষে সবাইকে সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানাই। সেনাবাহিনীসহ আমরা মানুষের জানমাল নিরাপত্তার স্বার্থে বিভিন্ন জায়গায় টহলের ব্যবস্থা করি। যার কারণে উপজেলার কোথায়ও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক পোশাককর্মীর, আহত ২

Share the post

Share the postজুলফিকার আলী জুয়েল, ব্যুরো প্রধান, গাজীপুর:গাজীপুর মহানগরের কোনাবাড়ী বাইমাইল এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক পোশাকশ্রমিক নিহত ও আরও দুইজন আহত হয়েছেন। শুক্রবার (২৩মে) বিকেল আনুমানিক পাঁচ টার দিকে কোনাবাড়ী ফ্লাইওভার ব্রিজের পূর্ব মাথায় বাইমাইল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক (৩৮)। তিনি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার গোপালপুর মসজিদ রোড এলাকার […]

কোনাবাড়ীতে শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় সিএনজি চালক গ্রেফতার

Share the post

Share the postমোঃ আলমগীর হোসাইন, গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কোনাবাড়ীতে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় ইউনুছ আলী (৫৩) নামে এক সিএনজি চালককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২১ মে) বিকেল চারটার সময় কোনাবাড়ী আমবাগ এলাকায় অভিযান চালিয়ে তার নিজ বাসা থেকে  তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহউদ্দিন। […]