পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন ও নতুন ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

Share the post

ইয়াসিন আরাফাত চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ভাঙন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও নতুন ইজারা আহ্বান বাতিলের দাবিতে মানববন্ধন করেছে তিন ইউনিয়নের জনসাধারণ।
বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আলাতুলী, দেবিনগর ও শাহজাহানপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বারবার নদী ভাঙনের শিকার হয়ে আমরা তিনটি ইউনিয়নের বাসিন্দারা নদী পাড়ে বসবাস করছি।

পানি উন্নয়ন বোর্ড ২০১৪ থেকে ২০১৬ সালে প্রায় সাড়ে ছয়শত কোটি টাকা ব্যয়ে পদ্মা নদীর তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ করেছেন। বালু উত্তোলনের ফলে বাঁধের ক্ষতি হচ্ছে এবং ভবিষ্যতে আমাদের এলাকা ভাঙ্গনের মুখে পড়তে পারে। তীর রক্ষা বাঁধ ভেঙ্গে আলাতুলি, দেবিনগর ও শাহাজাহান ইউনিয়নের পদ্মা নদীর বাঁধ ও তীরবর্তী মানুষ হুমকির মধ্যে পড়েছে।

তারা আরও বলেন, ইতোমধ্যে নদীর বাঁধ ভেঙ্গে বেশ কিছু বসতবাড়ী, স্কুল, মাদ্রাসাসহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও আবাদী জমি নদী গর্ভে বিলিন হয়ে গেছে। তিনটি ইউনিয়নবাসী অবৈধ বালু উত্তোলনের কারণে নিজেদের অস্তিত্ব বিলিনের মুখে। এনিয়ে বারবার জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডকে জানালেও কোন ব্যবস্থা নেয়া হয়নি। উল্টো নতুনভাবে আবারো বালুমহল ইজারা দেয়া হচ্ছে।

মানববন্ধন শেষে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও নতুন ইজারা আহ্বান বাতিলের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় বাসিন্দা মতিউর রহমান কায়সার, আব্দুল আলিম, মো. কাওসার, আব্দুল জলিল, মাসুদ রানাসহ অন্যান্যরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Share the post

Share the postচাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ অডিটরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক সংসদ […]

চাঁদাবাজির অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে দুই ঘন্টা সড়ক অবরোধ

Share the post

Share the post চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে চাঁদাবাজির অভিযোগ বাস চলাচলে দ্বন্দ্ব হয়েছে। এতে প্রায় দুই ঘন্টা চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে সদর উপজেলার সামনে অবরোধ করে রাখে বাস ও ট্রাক শ্রমিকরা। দূরপাল্লার বাস থামিয়ে চাঁদা আদায়ের অভিযোগ তুলে ঢাকা কোচ মাস্টার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ডাকে এ অবরোধ পালন করে তারা। পরে প্রশাসনের হস্তক্ষেপে বাস চলাচল স্বাভাবিক হয়। […]