আটপাড়ায় সেনা অভিযানে ৬৫৬ কেজি সরকারি চাল জব্দ; আটক-২ 

Share the post
সোহেল খান দূর্জয় নেত্রকোনা : নেত্রকোনার আটপাড়া উপজেলায় সেনাবাহিনীর পৃথক অভিযানে তিন হাজার ৬৫৬ কেজি সরকারি চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। আটককৃত দুজন হলেন- আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের রূপচন্দ্রপুর গ্রামের তাওহিদুল ইসলাম এবং একই উপজেলার শুনই ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মো. জিয়া আহমেদ। অভিযানে জব্দকৃত চাল ও আটক ব্যক্তিদের গত সোমবার (২৪ মার্চ) দিনগত মধ্য রাতেই আটপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে এ তথ্য নিশ্চিত করেছেন আটপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমা।
গত সোমবার (২৪ মার্চ) দিবাগত রাতে ৬৩ ইষ্ট বেংগলের উপ-অধিনায়ক মেজর মো. মীর তৈয়বুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনীর টহল টিম আটপাড়ার ব্রুজের বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে মো. এরশাদ মিয়ার ভাঙারির দোকানে অবৈধভাবে মজুত করা ৯৫৬ কেজি সরকারি  চাল জব্দ করা হয়। এসময় তাওহিদুল ইসলাম নামে একজনকে আটক করা হয়। পরে একই দিন গত রাত ২টার দিকে সেনাবাহিনীর আরেকটি দল উপজেলা সদরের সেতুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. জিয়া আহমেদের গোডাউনে ৫৬ বস্তায় রাখা দুই হাজার ৭০০ কেজি সরকারি চাল জব্দ করে। এসময় গোডাউন মালিক মো. জিয়া আহমেদকে আটক করে সেনাবাহিনী।
মঙ্গলবার (২৫ মার্চ)এ ব্যাপারে আটপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমা বলেন, “অভিযানে জব্দকৃত চাল থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, জব্দকৃত চাল ও আটককৃত দুজন থানা হেফাজতে রয়েছে। দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ সংক্রান্ত মামলার কার্যক্রম চলমান প্রক্রিয়াধীন। তদন্ত শেষে চালের প্রকৃত উৎস সম্পর্কে পাওয়া যাবে বলে জানান ওসি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

আরো ৪৭ জনকে চোখ অপারেশনে পাঠালেন ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: ‘‘মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্য’’ এই প্রতিপাদ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়, জটিন ও কঠিন রোগে আক্রান্ত যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না, এমন অসহায় মানুষদের চিকিৎসা করানোর মানবিক উদ্যোগ নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। রবিবার (১০ আগস্ট) সকালে ৬ষ্ঠ […]

নেত্রকোনার বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের কর্মী প্রশিক্ষণ কর্মশালা ও মৃত্যু দাবির চেক হস্তান্তর  অনুষ্ঠিত

Share the post

Share the postসোহেল খান দূর্জয় নেত্রকোনা : করবো বীমা গড়বো দেশ উন্নয়নের বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ও নিয়ন্ত্রিত ইসলামীক শরিয়াহ মোতাবেক পরিচালিত বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড জোন ও সার্ভিস সেন্টারে কর্মী প্রশিক্ষণ কর্মশালা ও মৃত্যু দাবির চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) সকাল ১১টায় নেত্রকোনা জোন ও সার্ভিস […]