রামগড়ের স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টা, গ্রেফতার ২ অপহরণকারী
খাগড়াছড়ি জেলা সংবাদদাতা:
১৬ মার্চ আনুমানিক সকাল ৮টার দিকে স্কুলছাত্রী আকিদা তাসনিমকে (১১) রাজু ত্রিপুরা (৪২), বাবুল মিয়া মুন্না (২৬) অটোরিকশায় করে রামগড় গার্লস হাইস্কুলে যাওয়ার সময় জোরপূর্বক অপহরণ করে অন্য জায়গায় নিয়ে যায়। মেয়েটি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসলে রাজু ত্রিপুরা ও বাবুল মিয়া মুন্না অটোরিকশায় করে পালিয়ে যায়।
এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে রামগড় থানায় একটি মামলা নং ৪, তারিখ ১৮/০৩/২০২৫ খ্রিঃ দায়ের করেন। এ মামলা দায়েরের পর পুলিশ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তৈচালাপাড়ার কালীকুমারের ছেলে রাজ ত্রিপুরা (৪২) ও মধু মিয়ার ছেলে বাবুল মিয়া মুন্না (২৬)কে আটক করে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন জানান, আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
----------------///----------------
আলমগীর হোসেন
খাগড়াছড়ি