নরসিংদীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত
আশিকুর রহমান (নরসিংদী) : নরসিংদীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের এর উদ্যোগে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ কলিমুল্লাহ। প্রধান অতিথি মোঃ রাশেদ হোসেন চৌধুরী বলেন, অধিকার, সমতা ও ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে উন্নয়নের প্রত্যেক ক্ষেত্রে নারীদের অংশগ্রহণে পরিবার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে এগিয়ে আসতে হবে। পুরুষের পাশাপাশি নারীর সক্ষমতা ও অভিমতকে শ্রদ্ধা জানানো সকলের কর্তব্য বলেও তিনি বক্তব্যে উল্লেখ করেন।এসময় বিভিন্ন এনজিও, সামাজিক সংগঠনের নারী নেতৃবৃন্দ এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।