সন্দ্বীপে চড়া মূল্যে পণ্য বিক্রি ১০ ব্যবসায়ীকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা
মোঃ মেজবা উদ্দীন রকি(সন্দ্বীপ): সন্দ্বীপ অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করায় ১০ ব্যবসায়ীকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্টেট মো: মামুন। শনিবার দুপরে উপজেলার বিভিন্ন বাজারে এ ঘটনা ঘটে। এসময় সকল মজুতদারদের সতর্ক করে বলেন, কেউ যদি করোনা ভাইরাসকে পুজি করে দ্রব্য মুল্যের দাম বাড়ায় তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হবে। হোম কোয়ারেন্টাইনে থাকা বিদেশ ফেরত কেই যদি বাজার ঘাটে আসেন তাদের সম্পর্কে প্রশাসনকে জানানোর অনুরোধ করেন। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন জানান।