
মীর কাশেম আজাদ
কক্সবাজার জেলা প্রতিনিধি
উভঃ
নবাগত র্যাব ১৫ এর প্রধান লেফটেন্যান্ট কর্নেল মোঃ কামরুল হাসান বলেছেন, কক্সবাজারের ছিনতাই, মাদক ও সর্বপোরী আইনশৃঙ্খলা ঠিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা সবচেয়ে বেশি দরকার।
বৃহস্পতিবার (৬ মার্চ) সাংবাদিকদের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা ও ইফতার পার্টিতে এ কথা বলেন।
এছাড়া তিনি বলেন, প্রতিটি জেলা,উপজেলা ও ওয়ার্ড ভিত্তিক মাদক কারবারি ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে তাদের আইনের আওতায় আনা হবে।
এসময় কক্সবাজার প্রেসক্লাব এর সভাপতি মাহবুবুর রহমান, সহ-সভাপতি কামাল হোসেন আজাদসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিকরা উপস্থিত ছিলেন।