গ্রিনলাইন পরিবহনের এসি বাসে আগুন, অক্ষত ২০ যাত্রী

Share the post

ঢাকা-বরিশাল মহাসড়কে বরিশালগামী গ্রিনলাইন পরিবহনের একটি চলন্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১১টার দিকে মহাসড়কের দক্ষিণ বামরাইল বাসস্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে।

আগুন লাগার সময় যাত্রীবাহী বাসটিতে ২০ জন যাত্রী থাকলেও এ ঘটনায় কেউ হতাহত হননি বলে খবর পাওয়া গেছে। বাস থেকে নিরাপদে বের হওয়া এক যাত্রী বলেন, “আগুন লাগার পর স্প্রে মারা হয়েছে। তখন ভিতরে অনেক দেখা ধোঁয়া ছড়িয়ে পড়েছিল। তারপরে ড্রাইভার বলল, যেহেতু ধোঁয়া ছড়ায় যাচ্ছে, তাহলে সাইড করি।”

 

 

অনেকের ধারণা, ব্যাটারি বক্স থেকে সূত্রপাত হওয়া আগুন নেভানোর জন্য গাড়িতে জরুরি অগ্নিনির্বাপক না থাকায় দ্রুত পুরো বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে।

অন্য এক যাত্রী জানান, গাড়িতে যখন পোড়া গন্ধ ছড়িয়ে পড়ে তখন ড্রাইভার গাড়ি থামায় এবং যাত্রীরা সবাই নেমে যায়। পরে ইঞ্জিনে আগুন লেগে পুরো বাসটিতে খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

গৌরনদীর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আমিনুর রহমান জানান, “সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের দক্ষিণ বামরাইল এলাকায় আসলে যান্ত্রিক ত্রুটির কারণে গ্রিনলাইন পরিবহনের এই বাসের ইঞ্জিনে আগুন লেগে যায়। এ সময় বাসে চালক সহকারী ও সুপারভাইজারসহ ২০ জন আরোহী ছিলেন। আগুন ছড়িয়ে পড়ার আগেই তারা গাড়ি থেকে নেমে পড়েন।”

 

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু বাসটির ইঞ্জিন এবং সবগুলো সিট পুড়ে গেছে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র: https://tinyurl.com/bdewt4a

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

তালায় তিন লক্ষ টাকার ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুরু

Share the post

Share the postসৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : মাদককে না বলুন, খেলার মাঠে ফিরে আসুন এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় ছায়াবীথি সংগঠনের উদ্যোগে তিন লক্ষ টাকার ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটুর সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা […]

ইবিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপনে বর্ণিল আয়োজন

Share the post

Share the postইবি প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নানা আয়োজন করেছেন পূজা উদযাপন পরিষদ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে আগামীকাল (১৬ আগস্ট) শনিবার বিশ্ববিদ্যালয়ের থানা সংলগ্ন সবুজ চত্বরে দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দিনের কর্মসূচির মধ্যে রয়েছে- শ্রীমদ্ভাগবত পাঠ, ভজন কীর্তন, ভোগ আরতি, মহাপ্রসাদ […]