জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ম্যারাথন প্রতিযোগিতা
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের অংশগ্রহণে হয়ে গেলো ম্যারাথন প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে বেলুন উড়িয়ে ম্যারথনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফারজানা ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, ট্রেজারার ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রারসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। ম্যারথরে বিশ্ববিদ্যালয়ে ২০০ প্রতিযোগী অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তায় প্রায় ২১.১ কিলোমিটার পথ অতিক্রম করেন তারা। প্রতিযোগিতার শেষে শহীদ মিনারের সামনে বিজয়দের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।