নেত্রকোনায় ২য় বারের মতো পেলো নারী জেলা প্রশাসক

Share the post
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা : নেত্রকোনায় নবনিযুক্ত জেলা প্রশাসক বনানী বিশ্বাস দায়িত্ব গ্রহণ করেছেন।গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিদায়ী প্রশাসক শাহেদ পারভেজের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন। নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস ২৪ তম বিসিএস এর মাধ্যমে জনপ্রশাসনে যুক্ত হন। জেলার ৫৪ বছরের ইতিহাসে দ্বিতীয় নারী জেলা প্রশাসক হলেন বনানী বিশ্বাস। এর আগে তিনি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব(প্রশাসন ) ছিলেন। সম্প্রতি তাঁকে নেত্রকোনা জেলা প্রশাসক পদে বদলি করা হয়। ওই জেলায় যোগদানের আগেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইব্রাহীমের স্বাক্ষরিত রাষ্ট্রপতির আদেশক্রমে ১১ সেপ্টেম্বর এক আদেশে তাকে নেত্রকোনা জেলায় বদলি করা হয়।
নেত্রকোনায় নবনিযুক্ত জেলা প্রশাসক বনানী বিশ্বাস দায়িত্ব গ্রহণ করেছেন। জেলা প্রশাসক বনানী বিশ্বাস এক বার্তায় বলেন, জেলা প্রশাসক হিসেবে নেত্রকোনায় দায়িত্ব পালন আমার জন্য বিশেষ সম্মানের। আমাদের মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূতিকাগার, তারও আগে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ঐতিহাসিক ফকির সন্ন্যাসী বিদ্রোহের অংশ হয়ে ওঠা, লোকসংস্কৃতি আর ঐতিহ্যের অনন্য উদাহরণ এই নেত্রকোনা। নেত্রকোনা থেকে শুরু করে কলমাকান্দা ও দূর্গাপুর পর্যন্ত জেলার পথে–প্রান্তরে বিস্তৃত হয়ে রয়েছে আমাদের পূর্ব পুরুষগণের অসমসাহসী গৌরবময় বীরত্বগাথা, ছড়িয়ে রয়েছে সাত শহীদের অমূল্য স্মৃতি চিহ্নসমূহ, সম্পৃক্ত রয়েছে নানাবিধ লোক ঐতিহ্যের মূল্যবান স্মারক। আবহমানকাল ধরে এ জেলার বিভিন্ন শিল্প, মিষ্টি ও মিষ্টিজাত খাদ্যদ্রব্য ইত্যাদি সারা দেশে সমাদৃত। আমি জানি এই জেলায় রয়েছে অনেক পাহাড় ও হাওর। তিনি আরও বলেন, সরকারের গৃহীত সিদ্ধান্তগুলো বিধি-বিধানের আলোকে যথাযথভাবে বাস্তবায়ন করা আমাদের প্রধান কাজ। একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে আমরা নেত্রকোনা জেলার সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নসহ শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ইত্যাদি বিষয়ে অর্থবহ ভূমিকা রাখতে অঙ্গীকারবদ্ধ। সকলের সহযোগিতা আমাদের এই প্রচেষ্টা সফল করবে। আমি এই জেলার সকলের সহযোগিতা কামনা করছি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ময়মনসিংহ মহাবিদ্যালয় এর উদ্যোগে গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

Share the post

Share the postনিউজ রিপোর্ট:৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার – ময়মনসিংহ মহানগরের অধীনস্থ ময়মনসিংহ মহাবিদ্যালয় ছাত্রদল গাজায় চলমান ইতিহাসের নৃশংসতম গণহত্যার প্রতিবাদে একটি অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ মিছিল আয়োজন করে। এই কর্মসূচির মাধ্যমে তারা বিশ্বের প্রতি আহ্বান জানায়, গাজায় হত্যাযজ্ঞ বন্ধ করতে এবং মানবাধিকারের প্রতি সম্মান দেখাতে।   মহাবিদ্যালয়ের ছাত্রদল সদস্যরা সকাল ১১ টার দিকে মিছিলটি শুরু […]

ভালুকায় নিহত শ্রমিকদলনেতার পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার

Share the post

Share the postআল আমিন, ভালুকা (ময়মনসিংহ) :ময়মনসিংহের ভালুকায় শ্রমিকদলনেতা মরহুম রফিকুল ইসলাম বাচ্চুর পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে ময়মনসিংহ বিভাগীয় শ্রমিকদলের সভাপতি আবু সাইদ ও ভালুকা উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শাহ মোঃ সুজন ওই উপহার সামগ্রী মরহুম রফিকুল ইসলাম বাচ্চুর পরিবারের কাছে পৌছে […]