মাভাবিপ্রবিতে সুন্দরবন স্টুডেন্টস এসোসিয়েশনের শিক্ষকদের সম্মাননা ও নবীনবরণ অনুষ্ঠিত
শুভ দে (মাভাবিপ্রবি প্রতিনিধি) : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ সন্ধ্যায় সুন্দরবন স্টুডেন্টস এসোসিয়েশন কর্তৃক শিক্ষকদের সম্মাননা ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বর্ণিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের উপদেষ্টামণ্ডলীর সদস্য-গৌরাঙ্গ কুমার পাল(সহযোগী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ), মোঃ মাহফুজ রেজা (সহকারী অধ্যাপক, সিএসই বিভাগ),মোহাম্মদ সুলতান আহমেদ (প্রভাষক, সিএসই বিভাগ) প্রতুল দীপ্ত সমাদার (প্রভাষক, বিজিই বিভাগ), সমরেশ কুমার মণ্ডল(প্রভাষক, পরিসংখ্যান বিভাগ) সহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। সেখানে নবীন শিক্ষার্থীদের বরণের পাশাপাশি নবীন প্রবীণের এক মিলন মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে নবীনদের ফুল ও কলম, সম্মানীয় শিক্ষকদের ক্রেস্ট, কর্মকর্তা কর্মচারীদের জন্য উপহার সামগ্রী দেওয়া হয়। সুন্দরবন স্টুডেন্টস এসোসিয়েশন সভাপতি নাসিম খান বলেন, আম রা খুলনা বিভাগের ৮ টি জেলা নিয়ে এই এসোসিয়েশনটি গঠন করেছি। সকলের সাথে সামাজিক মেলবন্ধন সৃস্টি করতে এটি সর্বোচ্চ সহায়তা করবে। অন্যদিকে সুন্দরবন স্টুডেন্টস এসোসিয়েশন সাধারন সম্পাদক বলেন, সত্যিকারের মানুষ হিসেবে গড়ে উঠতে একজন শিক্ষার্থীর উচ্চ শিক্ষা যেমন প্রয়োজন, তেমনি নৈতিকতা শিক্ষারও প্রয়োজন রয়েছে। আমাদের শুধু পড়াশোনা করে উচ্চ শিক্ষিত হলেই চলবে না, নৈতিক শিক্ষায় বলীয়ান হতে হবে। উচ্চশিক্ষার সঙ্গে নৈতিকতাকে মেখে নিতে হবে।
