চট্টগ্রামের ১০ ‘সেহেরিওয়ালা’ দুস্থদের পৌঁছে দিচ্ছেন রাতের খাবার

Share the post

চট্টগ্রাম সংবাদ: করোনার চোখ রাঙানিতে বছর দুয়েক আগে যখন মানুষ ঘর থেকেই বের হতে ভয় পাচ্ছিল তখন সাধারণ মানুষকে মাস্ক ব্যবহারে উৎসাহিত করতে নেমেছিলেন মাঠে। খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে চালু করেছিলেন ‘এক টাকার সবজি বাজার’। যেখানে এক টাকায় মাস্ক কিনলে ফ্রিতে পাওয়া যেত ৫ কেজি চাল ও ৫ কেজি সবজি। পরে চট্টগ্রামের তরুণ এই স্বেচ্ছাসেবকের আইডিয়াটি সমাদৃত হয় সারাদেশে।May be an image of 5 people and people standing

এবার সেই ‘এক টাকার সবজিওয়ালা’ নতুন সাজে সেজেছেন ‘সেহেরিওয়ালা’ হিসেবে। সেহেরির প্যাকেট ব্যাগে নিয়ে সাইকেল চালিয়ে মধ্যরাতে তা তুলে দিচ্ছেন ফুটপাতের অসহায় মানুষদের হাতে। আর এই স্বেচ্ছায় সেবা করা প্রকল্পটি খ্যাতি পেলো ‘সেহেরিওয়ালা’ নামে।May be an image of 8 people, people standing, street and road

চট্টগ্রামের স্বেচ্ছাসেবী তরুণ তোসাদ্দেক নূর চৌধুরী তপুর পরিকল্পনা ও অর্থায়নে সোমবার (১১ এপ্রিল) থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে পুরো রমজান মাসজুড়ে।May be an image of 10 people and people standing

এই কাজে ১০ জন সাইকেলচালক, দুজন বাবুর্চি ও তিনজন সাহায্যকারীকে নিয়ে ১৫ জনের একটি টিম কাজ করছেন তপুর সঙ্গে। আপাতত ১০টি সাইকেল দিয়ে চট্টগ্রাম নগরীর বিভিন্ন অলিগলিতে অসহায় মানুষের হাতে সেহেরি তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে তার।May be an image of 9 people, people standing, road and street

তোসাদ্দেক নূর চৌধুরী তপু চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘প্রতিদিন ২০০ মানুষকে সেহেরি উপহার দেওয়া হবে। প্রথম দিন নগরীর জিইসি মোড়, প্রবর্তক, মেডিকেল ও মুরাদপুর এলাকায় সেহেরি বিতরণ করা হয়েছে। তবে মঙ্গলবার থেকে ১০ সাইকেল আরোহীর প্রত্যকে আলাদা আলাদা এলাকায় ছিন্নমূল মানুষগুলোর হাতে তুলে দেবেন।’May be an image of 10 people, people sitting and people standing

তপু আরও বলেন, ‘সচরাচর আমরা যেসব ইফতার বা সেহেরি বিতরণের অনুষ্ঠান দেখি তাতে সবাইকে একটা জায়গায় এসব জিনিস দেন। তাতে দরিদ্ররা হুড়মুড়িয়ে ধাক্কাধাক্কি করে আগে পাবার আশায়। তাছাড়া অনেক অসহায় লোক আছেন যারা চলাচলে অক্ষম, তাদের কথা চিন্তা করে আমরাই তাদের কাছে ছুঁটে যাই। তাতে প্রকৃত গরিবরাই উপকৃত হবেন।’

তিনি আরও বলেন, ‘শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ভাইয়ের সার্বিক দিকনির্দেশনায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে এই ‘সেহেরিওয়ালা’ প্রকল্পের উদ্যোগ নিয়েছি। অনুরোধ থাকবে, সমাজের বিত্তশালীরাও যেন এসব দুস্থ মানুষের পাশে দাঁড়ান।’

তোসাদ্দেক নূর চৌধুরী তপু নবগঠিত চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এর আগে করোনাকালে ফ্রি মুদির বাজার, ১ টাকার সবজি বাজারসহ ফ্রি হেলথ ক্যাম্প করে সুনাম কুড়িয়েছেন তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে বঙ্গবন্ধু টানেল

Share the post

Share the postনিউজ ডেস্ক , চট্টগ্রাম চট্টগ্রাম চেম্বারের গোলটেবিল বৈঠকে এফবিসিসিআই সভাপতি পরিপূর্ণ সুফল পেতে ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণে গুরুত্ব আজাদী প্রতিবেদন | রবিবার , ২২ অক্টোবর, ২০২৩  বঙ্গবন্ধু টানেল দেশের পূর্বাঞ্চল বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর এবং ভারতের সেভেন সিস্টারস–এর মধ্যে সংযোগ হিসেবে কাজ করবে। উদ্বোধনের অপেক্ষায় থাকা বঙ্গবন্ধু টানেল নিয়ে গতকাল নগরীর আগ্রাবাদ […]

মানবতার ফেরিওয়ালা চট্টগ্রাম মহানগরের উদ্যোগে শীতকালীন কম্বল বিতরণ

Share the post

Share the postচট্টগ্রাম সংবাদ: মানবতার ফেরিওয়ালা চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে চট্টগ্রাম নগরীর মধ্যরাতে নগরের জামালখান,চকবাজার,চট্টগ্রাম মেডিকেল,ওয়াসা,কাজির দেউড়ি,সিআরবি,দেওয়ানহাট সহ বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়। রাতের আঁধারে এই তীব্র শীতে কষ্ট পাচ্ছে, তাদের কষ্টকে লাঘব করতে এই শীতকালীন কম্বল বিতরণ করা হয়। মানবতার ফেরিওয়ালার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মশিউর রহমানের নির্দেশনা মোতাবেক মানবতার ফেরিওয়ালার চট্টগ্রাম […]