খুলনা বিভাগীয় পর্যায়ে এসএমই পণ্যমেলা ২৭ মার্চ শুরু।

Share the post

জাহাঙ্গীর আলম মুকুল,খুলনা : বিভাগীয় পর্যায়ে এসএমই পণ্যমেলা ২৭ মার্চ থেকে ২ এপ্রিল-২০২২ পর্যন্ত খুলনা সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত হবে। মেলায় ৮০টি স্টলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করবেন। এ উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা আজ (বৃহস্পতিবার) বিকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলীর সভাপতিত্বে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় জানানো হয়, ২৭ মার্চ বিকেল চারটায় সার্কিট হাউস মাঠে এসএমই মেলার উদ্বোধন করা হবে। মেলা চলাকালে প্রতিদিন মেলার মঞ্চে আলোচনা সভা, সেমিনার, উদ্যোক্তাদের জন্য সহায়ক পরামর্শ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। মেলা প্রাঙ্গণের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যাপ্ত সংখ্যক সদস্য নিয়োজিত থাকবে।

সভায় এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক মো: আব্বাস আলী, সহকারী পুলিশ কমিশনার এসএম বায়জিদ ইবনে আকবর, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সংগঠন নাসিবের সভাপতি মোঃ ইফতেখার আলি বাবু প্রমুখ বক্তৃতা করেন,এবং উক্ত সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

‎নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

Share the post

Share the post স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম জাহিদপুর গ্রামের তানভীর আহমেদ (৩০) নামে এক যুবক নিজ রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি মৃত সিরাজ মিয়ার পুত্র। ‎স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার রাতের দিকে তানভীর নিজের রুমে ঘুমাতে যান। শনিবার সকাল ৯টার দিকে রুমের দরজা না খোলায় পরিবারের সদস্যরা […]

খালেদা জিয়ার ৮১ তম জন্মবার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে দোয়া অনুষ্ঠিত

Share the post

Share the postইয়াসিন আরাফাত ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর শাখা যুবদলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে চাঁপাইনবাবঞ্জে। এ উপলক্ষে শনিবার বিকালে জেলা শহরের ফুড অফিস মোড়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ পৌর যুবদলের […]