গাইবান্ধায় স্বাধীনতা দিবস পালন উপলক্ষে সভা
মোঃ নুর আলম আজাদ,গাইবান্ধা প্রতিনিধি : আগামী ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে আজ সোমবার গাইবান্ধা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভাঅনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান। সভায়
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. রবিউল হাসান, জেলা আথলীগের সাধারণ
সম্পাদক আবু বকর সিদ্দিক, প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক,
সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপনসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি
কর্মকর্তা এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের
প্রতিনিধিরা অংশ নেন। সভায় দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি
গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সুর্যোদয়ের সাথে সাথে
একত্রিশবার তোপধধ্বনী, স্বাধীনতার বিজয় স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি,
সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন, শাহ আব্দুল হামিদ
স্টেডিয়ামে আনুষ্ঠানিক পতাকা উত্তোলন, কুচকাওয়াজ প্রদর্শন, বীর
মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, প্রীতি ফুটবল এবং মহিলাদের ক্রীড়া
প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
একই স্থানে আগামী ১৭ মার্চ জাতির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি
গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে আবৃত্তি, গান, চিত্রাংকন, কুইজ,
রচনা ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন,
দিনব্যাপী স্বাস্থ্যসেবা ও রক্তদান কর্মসূচি, আলোচনা সভা, সাংস্কৃতিক
অনুষ্ঠান, পুরস্কার বিতরণসহ অন্যান্য কর্মসূচি।