বঙ্গবন্ধু আন্তঃ বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় ৯ম মাভাবিপ্রবি’র নূর আলম
শুভ দে ,মাভাবিপ্রবি প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ই মার্চ পালনের অংশ হিসেবে বঙ্গবন্ধু আন্তঃ বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়। তার অংশ হিসেবে রাজধানী ঢাকার হাতির ঝিলে অনুষ্ঠিত হয় ৭.৫ কিলোমিটার ব্যাপী মিনি ম্যারাথন দৌড়ের। এই প্রতিযোগিতায় অংশগ্রহন করে ১০২ টা বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০৫ জন প্রতিযোগী। মিনি ম্যারাথন দৌড়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নূর আলম অংশগ্রহন করে এবং দৌড়ে ৯ম অবস্থান নিশ্চিত করেন। বিশেষ এক একান্ত সাক্ষাৎকারে নূর আলম নিউজ চ্যানেল ২১ কে জানান, এটাই তার প্রথম জীবনের ম্যারাথন দৌড়। পূর্ব প্রস্তুতি নিতে পারলে আরও ভালো অবস্থান নিশ্চিত করা সম্ভব হতো বলে তার ধারণা। বঙ্গবন্ধু আন্তঃ বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২০ আয়োজন করার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রনালয়কে ধন্যবাদ জানান তিনি।